সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইট-কাঠ-পাথরের শহুরে রুক্ষতা থেকে অনেক দূরে শস্য-শ্যামল এই প্রকৃতিতীর্থ৷ চারদিকে সবুজ শালের সমারোহ৷ আর মাঝে কালো পাথরের বক্ষ ভেদ করে সাপের ফণার মতো ফুঁসছে জলরাশি৷ বর্ষায় এই রূপেই ধরা দেয় বেলপাহাড়ির ঘাগরা৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
হাওড়া থেকে ঝাড়গ্রাম যেতে ট্রেনে সময় লাগে মাত্র তিন ঘণ্টা৷ সকাল ৬.৫৫ মিনিটে ছাড়ে ইস্পাত এক্সপ্রেস৷ ঝাড়গ্রাম থেকে ঘাগরার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার৷
বেলপাহাড়ি থেকেও গাড়ি ভাড়া করে ঘাগরা যাওয়া যায়৷
কোথায় থাকবেন –
থাকার ব্যবস্থা ঝাড়গ্রামেই পেয়ে যাবেন৷ ঝাড়গ্রাম পুরসভার বনানী অতিথি নিবাসটি বেশ ভাল থাকার জন্য৷ সেটি না পেলে আশেপাশে অনেক প্রাইভেট হোটেল কিংবা লজ পাওয়া যেতে পারে৷ যাওয়ার আগে ঝাড়গ্রাম পর্যটন অনুসন্ধান কেন্দ্রে ফোন করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.