সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘ-রোদ্দুরের লুকোচুরির মাঝেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি৷ যাযাবর মনটা কি আর এক জায়গায় বসে থাকতে পারে? খালি বলে, থাক না পড়ে ঝোলা, বেরিয়ে পড় তুই ভোলা৷ মনের কথা শুনুন৷ প্রাক বৃষ্টির কালে বেরিয়ে পড়ুন দামোদরের উদ্দেশ্যে৷ যেখানে বর্ষণসিক্ত পাঞ্চেত-মাইথন আপনাকে দেবে ভিজে মাটির মাদকতা৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
ট্রেনে করে গেলে নামতে হবে বরাকর রেলওয়ে স্টেশনে৷ সেখান থেকে অটোরিক্সা যায় পাঞ্চেত৷
সড়কপথে ২ নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হবে ধানবাদের দিকে৷ আসানসোল থেকে বাঁদিকে সোজা নিয়ামতপুর৷ সেখান থেকে নিউ রোড ধরে কুলটি-বরাকর হয়ে পাঞ্চেত রোড সোজা পৌঁছে দেবে পাঞ্চেতের সবুজের রাজত্বে৷
কোথায় থাকবেন –
থাকার সবচেয়ে ভাল জায়গা বনদফতরের প্রকৃতি ভ্রমণ কেন্দ্র৷ সেখানে জায়গা না পেলে মাত্র ২০০ মিটার দূরেই রয়েছে পলাশবীথি রিসর্ট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.