সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমালয়ের কোলে ঘুম ভেঙে নিষ্পাপ প্রকৃতি যাপনের ইচ্ছে কার না থাকে? কিন্তু আমার আপনার চেনা উত্তরবঙ্গ এবং হিমালয় বললেই সাধারণত মনে পড়ে যায় দার্জিলিং কিংবা বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলির কথা৷ মনে পড়ে, ম্যাল, লোকজন, আরাম কেদারা ইত্যাদিকে৷ কিন্তু এই ভিড়ের থেকে দূরে থাকতেই যখন শহর ছেড়ে ক’টা দিনের জন্য বেরিয়ে পরা, তখন একটু নিরিবিলিতে নিজের এবং কাছের মানুষগুলোর মনের কথা শুনলে কেমন হয়?
এমনই এক শান্ত পরিবেশে কিছুদিন কাটিয়ে আসার আদর্শ ঠিকানা হল পাবং৷ দেবদারু, ওকের বন, পথের ধারের ছোট ছোট কমলালেবুর বাগান এবং সুর্যোদয়ের সোনালি কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি- সব মিলিয়ে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনও স্বর্গের সামিল৷ কয়েকদিনের ছুটি কাটাতে গিয়ে ঘুরে দেখতে পারেন চারকোলে, লাভা, লোলেগাঁও৷ বছরের বেশিরভাগ সময়ই এই অঞ্চল সবুজে মোড়া হলেও বর্ষার সময় প্রকৃতি হয় আরও মনোরম৷ সবুজের আভায় বর্ষার নরম বৃষ্টি যেন এই অঞ্চলকে করে তোলে আরও সুন্দর৷
কী ভাবে পৌঁছবেন?
লোলেগাঁও থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে পৌঁছতে গাড়ি ভাড়া করার প্রয়োজন রয়েছে৷ সেই সফরের পরই পৌঁছে যাওয়া যাবে স্বপ্নের গ্রামে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.