Advertisement
Advertisement

কাঞ্চনজঙ্ঘার কোলে স্বপ্নের গ্রামে

কী ভাবে পৌঁছবেন?

Pabong, tourist spot of North Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 7:51 pm
  • Updated:October 14, 2016 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমালয়ের কোলে ঘুম ভেঙে নিষ্পাপ প্রকৃতি যাপনের ইচ্ছে কার না থাকে? কিন্তু আমার আপনার চেনা উত্তরবঙ্গ এবং হিমালয় বললেই সাধারণত মনে পড়ে যায় দার্জিলিং কিংবা বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলির কথা৷ মনে পড়ে, ম্যাল, লোকজন, আরাম কেদারা ইত্যাদিকে৷ কিন্তু এই ভিড়ের থেকে দূরে থাকতেই যখন শহর ছেড়ে ক’টা দিনের জন্য বেরিয়ে পরা, তখন একটু নিরিবিলিতে নিজের এবং কাছের মানুষগুলোর মনের কথা শুনলে কেমন হয়?

mingus_mt_forest_lg

Advertisement

এমনই এক শান্ত পরিবেশে কিছুদিন কাটিয়ে আসার আদর্শ ঠিকানা হল পাবং৷ দেবদারু, ওকের বন, পথের ধারের ছোট ছোট কমলালেবুর বাগান এবং সুর্যোদয়ের সোনালি কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি- সব মিলিয়ে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনও স্বর্গের সামিল৷ কয়েকদিনের ছুটি কাটাতে গিয়ে ঘুরে দেখতে পারেন চারকোলে, লাভা, লোলেগাঁও৷ বছরের বেশিরভাগ সময়ই এই অঞ্চল সবুজে মোড়া হলেও বর্ষার সময় প্রকৃতি হয় আরও মনোরম৷ সবুজের আভায় বর্ষার নরম বৃষ্টি যেন এই অঞ্চলকে করে তোলে আরও সুন্দর৷

কী ভাবে পৌঁছবেন?

লোলেগাঁও থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে পৌঁছতে গাড়ি ভাড়া করার প্রয়োজন রয়েছে৷ সেই সফরের পরই পৌঁছে যাওয়া যাবে স্বপ্নের গ্রামে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement