Advertisement
Advertisement
Bahamas

OMG! একটি দ্বীপ দেখভালের বেতন ৮৮ লক্ষ টাকা! করবেন নাকি এমন চাকরি?

ঘোরাও হবে, মিলবে চাকরিও! তবে রয়েছে কিছু শর্ত।

One lucky couple will be paid Rs 88 lakh per year to look after a private island in the Bahamas | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Abhisek Rakshit
  • Posted:May 6, 2021 5:36 pm
  • Updated:May 6, 2021 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যাঁরা ঘুরতে পছন্দ করেন। যেহেতু গোটা বিশ্ব করোনার (Corona Pandemic) থাবায় বিধ্বস্ত, তাই এই সময় অনেকেই হয়তো ভ্রমণের সেই ইচ্ছেকে চেপে রেখেছেন। অবশ্য মারণ কোভিড দূর হলে অনেকেই কিন্তু ঘোরার পরিকল্পনা তৈরি করেই রেখেছেন। তবে যেখানেই ঘুরতে যান, তাঁর জন্য অর্থের তো প্রয়োজন হবেই। অথচ এমন যদি হয় কোনও দ্বীপে ঘুরতে গিয়ে সেই দ্বীপটির দেখাশোনার চাকরিও যদি পেয়ে যান। তাও আবার বাহামাসের (Bahamas) মতো জায়গায়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাহামাসে ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপ দেখভালের জন্য এক দম্পতির খোঁজে রয়েছে একটি পরিবার। এজন্য মাইনেও দেওয়া হবে তাঁদের। বছরে ৮৮ লক্ষ টাকা। অর্থাৎ ঘোরাও হল আবার চাকরিও।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, Polo & Tweed নামে একটি ওয়েবসাইটে ওই চাকরির খবরটি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, দ্বীপ দেখাশোনার জন্য অভিজ্ঞ এক দম্পতির প্রয়োজন। এজন্য বছরে তাঁদের ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা দেওয়া হবে। কেউ যদি অবশ্য ভেবে থাকেন, ওখানে কেবল ঘুরেই বেড়াবেন, তাহলে তাঁদের সেই ধারণা পুরোপুরি ভুল। কারণ ওই দম্পতিকে ন্যাপেলস, ফ্লোরিডা এবং বাহামাসে থাকা তাঁদের বাড়িগুলির দেখভালও করতে হবে। আসলে ওই পরিবারটি এমন দম্পতিকে খুঁজছেন, যাঁরা কি না ঘুরতে ভালবাসেন। তবে তাঁদের বাড়ি দেখভালের অভিজ্ঞতাও থাকতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ব্রাজিলে তৈরি হচ্ছে ১৪১ ফুটের যীশুর মূর্তি, পর্যটকদের নয়া আকর্ষণ ‘ক্রাইস্ট দ্য প্রোটেক্টর’]

ওয়েবসাইটে ওই পরিবার জানিয়েছে, ওই দম্পতিকে যথেষ্ট কর্মঠ হতে হবে। ঘরের সমস্ত কাজে পারদর্শী হতে হবে। রান্না জানলে তা অবশ্যই আলাদা গুণ হিসেবেও নাকি বিবেচিত হবে। এর পাশাপাশি হেলথকেয়ার, অন্যান্য সবরকম সুবিধা এবং গাড়িও মিলবে। সপ্তাহে পাঁচদিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে হবে ওই দম্পতিকে। তবে প্রয়োজনে সপ্তাহের শেষে কিংবা অতিরিক্ত সময়েও কাজ করতে হতে পারে। জানা গিয়েছে, ২৮ এপ্রিল থেকে ওয়েবসাইটে চাকরির খবরটি দেওয়া হয়েছে। তারপর থেকে সারা বিশ্বের অনেকেই সেটির জন্য আবেদনও জানিয়েছেন।

[আরও পড়ুন: উইকএন্ড কাটানোর জন্য আদর্শ বাঁকুড়ার ঝিলিমিলি, ছবি দেখলেই মন ভাল হয়ে যাবে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement