Advertisement
Advertisement

কাঞ্চনজঙ্ঘা আর রডোডেনড্রনের দেশে

যাঁরা ট্রেকিং পছন্দ করেন, তাঁদের কাছে ওখরের জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷

Okhrey, one of the popular tourist's spot in West Sikkim
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 9:04 pm
  • Updated:September 20, 2016 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বাকি সপ্তাহ তিনেক৷ তারপরই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আনন্দে গা ভাসাবে বাঙালি৷ আর পুজো মানে তো শুধুই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা আর ফুচকা খাওয়া নয়৷ পুজো মানে ছুটি, পুজো মানে পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে জমিয়ে আড্ডা৷ অনেকে আবার পুজোর ভিড় থেকে নিজেকে সরিয়ে নিয়ে পাড়ি দেন দূরে কোথাও৷ শান্তির খোঁজে৷ এমন লম্বা ছুটি তো আর সবসময় জোটে না৷ জনপ্লাবন থেকে নিজেকে দূরে সরিয়ে প্রকৃতির কোলে ঠাঁই নিতে চাইলে এবার ছুটি কাটাতে পাড়ি দিতে পারেন ওখরেতে৷ পশ্চিম সিকিমের এই স্থান অনেক পর্যটকদের কাছেই অচেনা৷ তবে যাঁরা ট্রেকিং পছন্দ করেন, তাঁদের কাছে ওখরের জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷

551272_422184987878081_225351008_n

Advertisement

কী দেখবেন

পাহাড়ের কোলে ছোট্ট সাজানো এই গ্রাম থেকে হিলি এলাকার দূরত্ব ১০ কিলোমিটার৷ হিলিতে গাড়ি রেখে বার্সি পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ পথ ট্রেকিং করেন পর্যটকরা৷

ওখরে থেকে হিলি পর্যন্ত এই ১০ কিলোমিটার পথ যাত্রাটাই সবচেয়ে মজাদার৷ যাওয়ার পথে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার শোভা আপনার মন ভরিয়ে দেবে৷ রাস্তার দু’ধারে সুবিস্তৃত রডোডেনড্রন হয়ে উঠবে আপনার সঙ্গী৷

এবার পালা ট্রেকিংয়ের৷ হিলি থেকে দুর্গম পথ পেরিয়ে বার্সি পৌঁছতে পারলে অপেক্ষারত আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্যের দেখা পাবেন৷ পাহাড় চূড়ায় ছোট্ট গ্রাম ললিতারে কিছুক্ষণ সময় কাটাতে পারেন৷ মন খারাপের মহল থেকে পর্যটকদের অনেক দূরে নিয়ে যেতে বরাবরই সফল হয় এই গ্রাম৷

ওখরের আরও একটি আকর্ষণীয় স্থান হল উজেন থন মেওন লিং মঠ৷ এই মঠের ভিতরেই তিব্বতি বাচ্চাদের পড়াশোনার জন্য রয়েছে একটি স্কুল৷

okhrey1

ওখরে থেকে হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন পশ্চিমবঙ্গের এক্কেবারে উত্তর প্রান্তে রিবদিতে৷ একইসঙ্গে ঢুঁ মারতে পারেন রামবাম জঙ্গলে৷

ওখরে থেকে গুরডুং হয়ে ফালুতের পথেও ট্রেকিংয়ে যান অনেকে৷

এছাড়াও কিতান জলপ্রপাত, প্রজাপতি উপত্যকাও প্রকৃতির সৌন্দর্যের অন্যতম নিদর্শন৷

কীভাবে যাবেন

হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন৷ সেখান থেকে জোরথাংগামী জিপে চেপে বসুন৷ ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন ওখরেতে৷ আকাশ পথে যেতে হলে ওখরের সবচেয়ে কাছের বিমানবন্দর হল বাগডোগরা৷ সেখান থেকেও গাড়ি পেতে অসুবিধা হবে না৷

1637937-1637936_21jpg

কোথায় থাকবেন

ওখরেতে তিন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে৷ ডিলাক্স হোটেল, বাজেট লজ ও হোমস্টে৷ বাজেট অনুযায়ী নিজের পছন্দসই স্থানটি থাকার জন্য বেছে নিন৷ তবে পুজোর সময় আগে থেকে হোটেল বা লজ বুক করে যাওয়াই ভাল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement