Advertisement
Advertisement

Breaking News

Digha

দিঘা যাওয়ার প্ল্যান? এবার হোটেলে থাকার জন্য মানতে হবে নতুন নিয়ম!

হোটেল মালিকদের জন্যও রয়েছে নির্দেশিকা।

New Year security norms for Digha Tourist stay, government portal registration is must

ফাইল চিত্র

Published by: Suparna Majumder
  • Posted:January 1, 2025 11:02 am
  • Updated:January 1, 2025 11:07 am  

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: বাঙালির হুজুকের প্রিয় ঠিকানা দিঘা। অনেকেই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সমুদ্রনগরীকে বেছে নিয়েছেন। কারও আবার জানুয়ারি মাসের উইকএন্ড প্ল্যান করাই রয়েছে। নতুন বছরে দিঘার পর্যটকদের জন্য নয়া নিয়ম। এবার থেকে সরকারি পোর্টাল ‘স্বাগত’তে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করল দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ।

Digha-1
ফাইল চিত্র

বছরখানেক আগে ‘অতিথি’ পোর্টাল চালু হলেও সেই পোর্টালটি অনেক হোটেল কর্তৃপক্ষ ব্যবহার করত না বলে অভিযোগ। এবার সেই ‘অতিথি’ পোর্টালের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে ‘স্বাগত’। নতুন বছরের শুরু থেকেই এই পোর্টালে পর্যটকের সচিত্র পরিচয়পত্র আপলোড করতে হবে হোটেল কর্তৃপক্ষকে। তা না হলে জরিমানা করবে উন্নয়ন পর্ষদ। গত এপ্রিল মাসে দিঘার হোটেল থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। যারা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। আধার কার্ডে নাম পরিবর্তন করে পর্যটকের ছদ্মবেশে লুকিয়ে ছিল দিঘার হোটেলে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই দিঘায় বেড়েছে নিরাপত্তার বহর।

Advertisement

ফলে এবার থেকে দিঘার হোটেলে থাকতে গেলে সরকারি পোর্টালে নাম নথিভুক্ত বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে দুষ্কৃতীদের শনাক্ত করতে সুবিধে হবে বলে দাবি প্রশাসনিক কর্তাদের। বাঙালির কাছে বরাবরের পছন্দের ডেস্টিনেশন সমুদ্রনগরী দিঘা। পর্যটন শহরে নতুন বছর থেকে হোটেল মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা চালু করেছে উন্নয়ন পর্ষদ। সেই সঙ্গে তৎপর দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনও।

Digha
ফাইল চিত্র

এর পাশাপাশি নতুন বছরে পর্যটকদের বিনোদনের খেয়ালও রাখা হচ্ছে। এই প্রথম বঙ্গোপসাগরের তীরে আয়োজিত মিষ্টি উৎসব। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি দিঘায় মিষ্টি উৎসবের দায়িত্ব মুখ‌্যমন্ত্রী তুলে দিয়েছেন বিধায়ক অখিল গিরি, মন্ত্রী মানস ভুঁইয়ার হাতে। বাংলার প্রতিটি জেলা থেকে ৬ হাজারের বেশি মিষ্টি ব‌্যবসায়ী অংশ নেবেন এই উৎসবে। বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, শক্তিগড়ের ল‌্যাংচা থেকে কলকাতার রসগোল্লা-রানাঘাটের পান্তুয়া – সমুদ্রের নোনতা হাওয়া গায়ে মেখে সবই চেখে নেওয়া যাবে এই শীতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement