Advertisement
Advertisement

Breaking News

ঘরের কাছেই একসঙ্গে মিলবে চারধামের দর্শন!

নামচির সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে আকর্ষণীয় স্থান চারধাম৷ পাহাড়ের কোলে ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রথমেই চোখ যাবে বিশালাকার শিবের দিকে৷

Namchi Tourism
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 7:58 pm
  • Updated:February 28, 2019 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সময় অল্প৷ কিন্তু চারধাম যাত্রায় যাওয়ার ইচ্ছে৷ দু’টো তো একসঙ্গে সম্ভব নয়৷ তবে সেই শখ পূরণ করতে পাড়ি দিতে পারেন নামচিতে৷ সিকিমের সুন্দর সাজানো এই শহর আপনার মন ভাল করে দেবেই৷

নামচি কথার অর্থ গগনচুম্বী৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার উচ্চতায় অবস্থিত শহরটি ধর্মীয় ভাবাবেগ ও সংস্কৃতির জন্যই বেশি জনপ্রিয়৷ বর্ষাকালে ঘোরার জন্যও এই স্থান আদর্শ৷

Advertisement

প্রথমেই চলে যান নামচির হেলিপ্যাড এলাকায়৷ কাঞ্চনজঙ্ঘার বরফের উপর পড়ন্ত সূর্যের শোভা দেখতে পর্যটকরা এখানে ভিড় জমান৷ এছাড়া দূরে দার্জিলিং ও কালিম্পংয়ের সারিসারি পাহাড়ের সৌন্দর্যও এখানে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করতে পারবেন৷

darj_i00046f

হেলিপ্যাড এলাকা থেকে মিনিট দশেক গেলেই পৌঁছে যাবেন সিরডি সাই বাবার মন্দিরে৷ ভক্তদের অত্যন্ত পছন্দের স্থান৷ মন্দিরে প্রবেশের জন্য কোনও এন্ট্রি ফি নেই৷ নানা ধরনের পাহাড়ি ফুল দিয়ে সাজানো বাগানের এক প্রান্তে অবস্থিত মন্দিরটি৷ সেখানে খানিকক্ষণ সময় কাটিয়ে রওনা দিন চারধামে৷

Char-Dham-Overview

নামচির সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে আকর্ষণীয় স্থান চারধাম৷ পাহাড়ের কোলে ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রথমেই চোখ যাবে বিশালাকার শিবের দিকে৷ শিবভক্তদের জন্য রয়েছে ১২টি জ্যোতির্লিঙ্গের রেপলিকা৷ যাঁরা ধর্মস্থানে ঘুরতে ভালবাসেন, তাঁদের একসঙ্গে চারধাম দর্শন করার এ এক অনন্য সুযোগ৷ কারণ এখানেই বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকা ও রামেশ্বরের আদলে তৈরি করা হয়েছে মন্দির৷

Dec trip 1507

পরের দিন চলে যান সমদ্রুপতসি মঠে৷ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রিয় স্থান৷ পাহাড়ের গায়ে ঘন জঙ্গল থেকে উঁকি মারছে বৃহদাকার বৌদ্ধমূর্তি৷ স্থানীয়েরা মনে করেন, এই স্থানে এলে মনের সব ইচ্ছেপূরণ হয়৷

rock

সেখান থেকে চলে যান নামচি রক গার্ডেনে৷ পাহাড়ের বুক চিরে তৈরি সরু খাড়া সিড়িতে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখার মজাটাই আলাদা৷ এছাড়াও বিভিন্ন প্রজাতির অর্কিড দেখতে পাবেন এই গার্ডেনে৷

হাতে সময় থাকলে দেখে নিন বাইচুং স্টেডিয়াম৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন৷ প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়কের নামেই এই স্টেডিয়ামটির নামকরণ হয়েছে৷

কীভাবে যাবেন
হাওড়া বা শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে উঠে পড়ুন৷ সেখান থেকে নামচির দূরত্ব ৯০ কিলোমিটার৷ গাড়ি বা বাসেই পৌঁছে যেতে পারবেন৷ আকাশপথে গেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে গাড়িতে নামচি যাওয়া যাবে৷ অনেকে গ্যাংটক ঘুরতে গেলে একইসঙ্গে নামচিও ঘুরে আসেন৷

কোথায় থাকবেন
নামচিতেই সাধ্যের মধ্যে হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন৷ হোটেল থেকে গাড়ি বুক করে নিয়েও ঘুরতে পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement