সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত জলে যখন বৃষ্টির প্রথম ফোঁটা পড়ে, প্রকৃতি নেচে ওঠে প্রথম বর্ষার ছন্দে৷ মানুষ তৈরি করেছিল বর্ধমানে নাচন বাঁধ৷ তবে প্রকৃতি তা সাজিয়ে তুলেছে নিজের মনের মতো৷ কলকাতা থেকে মাত্র ১৮৮ কিলোমিটার দূরে বৃষ্টির মাদকতা নিয়ে আপনার জন্যই অপেক্ষা করছে সুন্দরী নাচন৷
কী দেখবেন :
কী করে যাবেন :
কোথায় থাকবেন :
দুঃসাহসিক অভিযান যাদের পছন্দ, তাঁদের কাছে থাকার আদর্শ স্থান নাচন নেচার বাংলো৷ একেবারে ফরেস্ট বাংলোতে থাকার মতোই৷ রান্নার সরঞ্জাম অতিথিদেরই নিয়ে যেতে হবে৷ সব বাংলোর রাঁধুনীকে দিয়ে দিতে হবে৷ তিনিই রান্না করে দেবেন৷
তবে, বাকি সব ব্যবস্থা যে কোনও ফোর স্টার হোটেলের মতোই৷ সবচেয়ে আকর্ষণীয় নাচন নেচার বাংলোর এক চিলতে বারান্দা৷ যেখান থেকে উপভোগ্য গোটা নাচনের সৌন্দর্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.