Advertisement
Advertisement

Breaking News

বুঁদ হয়ে যান এই পাহাড়ি জঙ্গলের নেশায়

এখানে হাঁটুজলে মিলেমিশে থাকে মাছ-মাছরাঙাদের দল৷

Murti, Dooars – 84 kms from Siliguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 7:48 pm
  • Updated:February 28, 2019 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেই নদী৷ ছোট ছোট নুড়ির উপরে বড়জোর হাঁটু অবধি জল৷ তাতেই মিলেমিশে থাকে মাছ-মাছরাঙারা৷ মূর্তি৷ শান্ত প্রকৃতির একনিষ্ঠ প্রেমিকদের কাছে মূর্তিমান স্বর্গের প্রতীক ডুয়ার্সের ছোট্ট এই গ্রাম৷ যেখানে অবাধে ঘুরে বেড়ায় বুনো হাতির দল ও গন্ডারের পাল৷

IMG_0636

Advertisement

কী দেখবেন –

  • সবুজে ঘেরা জঙ্গলের মাঝে পাবেন শান্ত সকালের দিব্য অনুভূতি৷
  • বাড়ি ফেরার কোনও তাড়া নেই৷ ঘণ্টার পর ঘণ্টা ছিপ নিয়ে বসে থাকতে পারেন মূর্তি নদীর তীরে৷
  • ইচ্ছে করলে নিখোঁজ হয়ে যেতে পারেন জঙ্গলের সবুজ রাজত্বে বুনো হাতি, গন্ডারদের খোঁজে৷
  • বিকেলে আবার পরিযায়ী হয়ে ফিরে আসতে পারেন মূর্তির বাঁকে৷ যেখানে বৈকালিক আসর বসায় পাখির দল৷
  • একটু সময় থাকলে ঘুরে আসতে পারেন গরুমারা জাতীয় উদ্যান কিংবা চাপরামারির জঙ্গল৷

murti

কোথায় থাকবেন –

পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামের কথা এখনও অনেকেরই অজানা৷ কিন্তু, ধীরে ধীরে পর্যটকদের মধ্যে বাড়ছে এর জনপ্রিয়তা৷ তাই গড়ে উঠছে নানা অত্যাধুনিক হোটেল, কটেজ৷

তবে প্রকৃতির মাঝে তাবু খাটিয়ে জ্যোৎস্না রাতে বুনো ফুলের গন্ধ গায়ে মেখে তারাদের সঙ্গে গল্পও জুড়ে দিতে পারেন আপনি৷

কীভাবে যাবেন –

শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি কিংবা নিউ মাল জংশন, তিন জায়গা থেকেই যাওয়া যায় মূর্তি গ্রামে৷ শুধু একটি গাড়ি ভাড়া করে নিতে হবে৷ আর খাবার হোটেল থেকেই পেয়ে যাবেন৷

1346779272_15293

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement