সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবস্থান মরুশহরে৷ কিন্তু পরিচিতি শৈলশহর হিসেবে৷ মাউন্ট আবু৷ মরুভূমির পাশে রাজস্থানের পথিকদের কাছে এই কালোপাহাড়ের রাজস্থানের আকর্ষণ এতটুকু কম নয়৷
পুরাণ উপাখ্যান –
‘আবু’ নামটি এসেছে ‘অর্বুদ’ শব্দ থেকে৷ পুরাণে কথিত আছে, শিবের বাহন নন্দী একবার অসতর্কতার বশে সমুদ্রে পড়ে যান৷ তাঁর পক্ষে সেখান থেকে আর উঠে আসা সম্ভব হয় না৷ তখন করুণ স্বরে তিনি আর্তনাদ করতে থাকেন৷ মহাদেব শিব ‘অর্বুদ’ নামে এক নাগকে পাঠিয়ে তাঁকে জল থেকে উদ্ধার করেন৷ এই ঘটনাকে মনে রাখার জন্য অর্বুদ তখন নন্দীকে পাহাড়ের শীর্ষে তুলে দেন৷ তখন মহাদেব এই পাহাড়ের নামকরণ করেন ‘অর্বুদ পাহাড়’৷
ঋকবেদেও এর নাম পাওয়া যায়৷ বহুকাল আগে এখনকার আবু পার্বত্য অঞ্চলে নাগ সভ্যতা রাজ করত৷ ওইসময় এই অঞ্চলের নাম ছিল অর্বুদাতল৷ পরবর্তীকালে এখানে গড়ে তোলা হয়েছিল দেবী অর্বুদা মন্দির৷ স্বাধীনতার আগে এই জায়গা ছিল রাজাদের গ্রীষ্মাবাস৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
জয়পুর থেকে আগ্রা ফোর্ট আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস (মঙ্গল, শুক্র ও রবিবার) রাত ২ টো ২০ মিনিটে ছেড়ে সকাল ৯ টা নাগাদ আবু রোড পৌঁছায়৷ আবু রোড থেকে ২৯ কিলোমিটার দূরে মাউণ্ট আবুর বাস পাবেন আধঘণ্টা অন্তর৷
এছাড়া শেয়ার জিপও ভাড়া পাওয়া যায়৷ যোধপুর থেকে সরাসরি মাউণ্ট আবু যাওয়ার বাস পাওয়া যায়৷ সময় লাগে সাত ঘণ্টার মতো৷
কোথায় থাকবেন –
রাজস্থানে নিজের পছন্দ অনুযায়ী সরকারি ও বেসরকারি নানারকম হোটেল পেয়ে যাবেন থাকার জন্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.