সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালাগুলো যেন ছটফট করছিল। অন্যকে বন্দি রাখতে গিয়ে ওদেরও একটানা বন্দিদশা কাটাতে হয়েছে। প্রাচীন ইঁট, পাথরের খাঁজে খাঁজে শ্যাওলা জমার মতো জং ধরছিল তালার শরীরেও। করোনা আবহে লকডাউনে (Lockdown) ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ দেশের বহু ঐতিহ্যবাহী স্থান, স্মৃতিসৌধ। এবার অন্যকে মুক্তি দিয়ে নিজেদেরও মুক্ত করার পালা। তালা খুলে যাচ্ছে ASI-এর অধীনস্থ ঐতিহ্যবাহী সৌধগুলির। সোমবার থেকেই সেখানে দর্শনার্থীদের প্রবেশাধিকার মিলছে। তবে সংক্রমণের ভয় এখনও আছে। তাই একগুচ্ছ বিধিনিষেধ মেনেই এসব জায়গায় ঘুরতে যাওয়া যাবে।
শুক্রবার কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ঘোষণা করেছেন, ASI-এর অধীনে দেশের যেখানে যা ঐতিহাসিক সৌধ আছে, তা ৬ জুলাই থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণের আবহে মার্চে ২৫ তারিখ দেশে লকডাউন শুরু হওয়ার সময় থেকেই টানা বন্ধ ছিল এই স্থানগুলি। তবে সব কিন্তু খুলছে না। কোন জায়গা, কীভাবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে, তার গাইডলাইন দিয়েছে কেন্দ্র।
सांची (मध्यप्रदेश),पुराना किला (दिल्ली),खजुराहो (विश्व धरोहर) के प्रतीकात्मक चित्र।मैने @MinOfCultureGoI @ASIGoI के साथ निर्णय लिया है कि आगामी ६जुलाई से सभी स्मारकों को पूर्णसुरक्षा के साथ खोले जा सकता है @PMOIndia @JPNadda @incredibleindia @tourismgoi @MinOfCultureGoI @BJP4MP pic.twitter.com/opPzj5Mg7l
— Prahlad Singh Patel (@prahladspatel) July 2, 2020
বলা হয়েছে, Containment Zone-এর কোনও দর্শনীয় স্থান খোলা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে চললেও, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে, তাদের অনুমতি নিয়েই খুলতে হবে ঐতিহ্যবাহী স্থান। এছাড়া –
এ তো গেল স্মৃতিসৌধগুলির দায়িত্বে থাকা কর্তৃপক্ষের জন্য নিয়মকানুন। এবার দর্শনার্থীদের জন্য কী কী বিধিনিষেধ রয়েছে, তা একবার দেখে নেওয়া যাক –
এই সামান্য কয়েকটি বিষয় খেয়াল রাখলেই, করোনা আবহেও আপনি ঘুরে বেড়াতে পারেন নিশ্চিন্তেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.