Advertisement
Advertisement

Breaking News

Sikkim Martam Travel

নিজের সঙ্গে কয়েকটা দিন কাটাতে চান? আঁকাবাঁকা রাস্তার এই ঠিকানা রইল আপনার জন্য

এখানে পাখির ডাক আপনার ঘুম ভাঙাবে।

Martam of Sikkim can be you next travel destination
Published by: Suparna Majumder
  • Posted:March 29, 2024 11:07 pm
  • Updated:March 29, 2024 11:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এই শহর থেকে আরও অনেক দূরে’ যেতে চান? এমন ঠিকানা আছে। যেখানে প্রকৃতি পরম যত্নে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে। যেখানে পাখির ডাক আপনার ঘুম ভাঙাবে। আবার যেখানে পাহাড়ের নিস্তব্ধতায় নিজেকে নতুন করে খুঁজে পাবেন। আপনার জন্যই অপেক্ষা করছে সিকিমের ছোট্ট গ্রাম মারতাম (Martam Sikkim)। আঁকাবাঁকা রাস্তায় নিজের সঙ্গে ছন্দ মিলিয়ে এখানেই কটা দিনের জন্য হারিয়ে যেতে পারেন।

Sikkim-Martam-Travel-3
ছবি: সংগৃহীত

বছরের যেকোনও সময়ই মারতাম যেতে পারেন। সবচেয়ে কাছের রেল স্টেশন নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। সেখান থেকে গাড়ি ধরে চলে যাবেন গ্যাংটক (Gangtok)। চাইলে একদিন সেখানে থেকে বিশ্রাম নিতে পারেন। তা করতে ইচ্ছে না করলে শেয়ারে সুমো বুক করে ফেলবেন জোরেথাং যাওয়ার জন্য। সেখান থেকে মারতাম যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে মারতাম মাত্র তিন ঘণ্টার ড্রাইভ।

Advertisement

[আরও পড়ুন: প্রচণ্ড গরমে ভোটপ্রচারে রচনা, শরীর ঠিক রাখতে কী করছেন ‘দিদি নম্বর ওয়ান’?]

ছোট্ট এই গ্রামটি বড্ড আনকোরা। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে পাহাড়গুলি যেন কোনও অজানা প্রেমের কাহিনি বলতে উৎসুক। পাহাড়ের ধাপের শোভা আবার বাড়িয়ে দেয় সবুজ ধানের খেত। গ্রামের পাশে সুন্দর এলাচেরও চাষ হয়। ইচ্ছে হলে তাও দেখে আসতে পারেন। অর্গানিক ফার্মিংও করা হয় এই গ্রামে। পাশাপাশি নানা রংয়ের অর্কিডও দেখতে পাওয়া যায়। 

Sikkim-Martam-Travel-2
ছবি: সংগৃহীত

কী করা যায়? প্রকৃতির কোলে নিশ্চিন্তে আশ্রয় নেওয়া যায়। মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া যায়। মাথার উপরে নীল আকাশ উপভোগ করা যায়। নরম ঘাসের বিছানায় শুয়ে পড়ে আলসেমির আভিজাত্য উপভোগ করা যায়। আশেপাশে ছোট জলপ্রপাতও রয়েছে। আবার সকালে ও বিকেলে পাখিদের কলতান শুনতেও মন্দ লাগবে না। কাছেই রয়েছে বৌদ্ধদের রুমটেক ও সাং মঠ। কুয়াশা মাখা পরিবেশে সেই নিস্তব্ধতাও উপভোগ করতে পারেন। থাকার জন্য মারতাম গ্রামের রিসর্ট রয়েছে। তাতে না থাকতে চাইলে হোম স্টে’তেও থাকতে পারেন। সেখানে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত হয়ে যাবে।

[আরও পড়ুন: অনিদ্রায় ভুগছেন? বিছানার চাদরেই হবে মুশকিল আসান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement