আন্দামানের জলি বয় দ্বীপ। ছুটি কাটানোর আদর্শ জায়গা। সেখান থেকে ঘুরে নিজের অভিজ্ঞতার কথা জানালেন শুদ্ধসত্ত্ব দাস।
জলের তলায় যে এরকম এক পৃথিবী আছে, তা বোধহয় জলি বয় দ্বীপে না গেলে অজানাই থাকত। রঙিন প্রবাল আর রঙিন মাছেদের নিয়ে এ পৃথিবীর এক অন্য স্বাদ। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের এক ন্যাশনাল পার্ক, যা ‘মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান’ নামে বিখ্যাত। প্রায় ৩০ মিনিটের গাড়িতে যাত্রার পর পৌঁছানো যায় ওয়ান্ডুর জেটিঘাটে। তারপর যাবতীয় প্লাস্টিকের জিনিসপত্র রেখে স্টিমারে করে জলি বয় দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু। প্রায় ঘণ্টাখানেক দু’দিকে সবুজ ম্যানগ্রোভকে সঙ্গে নিয়ে জলপথে যাত্রা।
সম্পূর্ণভাবে মানুষের বসবাস বর্জিত এই দ্বীপ। কোনও পাকা জেটিঘাট নেই। তাই লঞ্চ থেকে নামতে হবে পাড় থেকে একটু দূরে। সেখান থেকে যন্ত্রচালিত বোটে করে ১০-১২ সেকেন্ডের মধ্যেই পাড়ে নেমে পড়া। দেড় স্কোয়্যার কিলোমিটারের ছোট এক দ্বীপ। ঘেরা থাকে সাদা বালি আর কাচের মতো স্বচ্ছ নীল জলরাশি দিয়ে। গ্লাস বোট রাইডে সমুদ্রের নিচের জগৎ দেখার সেই শুরু। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রবাল দ্বীপপুঞ্জ এটি। এখানে রয়েছে হরেক রকম কোরাল (প্রবাল)। বোল্ডার কোরাল, ফিংগার কোরাল, কলিফ্লাওয়ার কোরাল আর সেই সঙ্গে সমুদ্রের ঢেউয়ের দুলুনি। অ্যাকোয়ারিয়ামের বাইরে এত রঙিন মাছ দেখাও এক অন্য অভিজ্ঞতা। এদের মধ্যে জেব্রা, প্যারোট, আই আর ক্লাউন ফিশ বা নিমোর কথা বলতেই হবে। রং-তুলি দিয়ে এদের বোধহয় কেউ এঁকে দিয়েছে। এছাড়া রয়েছে গাছের মতো দেখতে হলেও বিশেষ প্রাণী সমুদ্র লিলি আর সি কিউকাম্বার। একঘণ্টার রাইড।
কীভাবে যাবেন
কলকাতা থেকে বিমানে সরাসরি আন্দামান। আন্দামান থেকে ওয়ান্ডুর গাড়িতে লাগবে ৩০ মিনিট। ওয়ান্ডুর জেটিঘাট থেকে জলি বয় দ্বীপে যাওয়ার লঞ্চের টিকিট বুক করুন। জলি বয় পৌঁছতে লাগবে ১ ঘণ্টা। ফেরার জন্য দুপুর আড়াইটের মধ্যে সব লঞ্চ আবার ওয়ান্ডুর জেটিঘাটের উদ্দেশে রওনা হয়ে যায়।
মনে রাখবেন
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.