Advertisement
Advertisement

কাশ্মীর যেতে চান? আপনার জন্য বিশেষ ব্যবস্থা ভারতীয় রেলের

আজই টিকিট বুক করুন৷

IRCTC offers Kashmir tour package
Published by: Sayani Sen
  • Posted:August 24, 2018 9:03 pm
  • Updated:August 24, 2018 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন উড়ু উড়ু করছে? বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? কোথায় বেড়াতে চান? কাশ্মীরই আপনার প্রথম পছন্দ? কিন্তু ভাবছেন কীভাবে যাবেন, কোথায় থাকবেন, এক গুচ্ছ হ্যাপা সামলাতে হবে আপনাকে? মোটেও না, আপনাকে পরিষেবা দিতে তৈরি ভারতীয় রেল৷ ‘অটাম ইন কাশ্মীর ভ্যালি’ নামে একটি বিশেষ ট্রেন ছাড়তে চলেছে ভারতীয় রেল৷ তবে দেরি না করে আজই ব্যাগ গোছাতে শুরু করুন৷ আর হ্যাঁ, টিকিট বুক করতে ভুলবেন না কিন্তু৷

[তিলোত্তমার বুকে ঘোরার অন্যরকম ঠিকানার খোঁজ রইল আপনার জন্য]

Advertisement

আগামী ১৪ সেপ্টেম্বর ভূস্বর্গের উদ্দেশে রওনা দেবে ‘অটাম ইন কাশ্মীর ভ্যালি’৷ কেরলের কচুভেলি থেকে ছাড়বে ওই ট্রেনটি৷ ১৭ সেপ্টেম্বর পাঞ্জাবের জলন্ধরে পৌঁছাবে এই বিশেষ ট্রেন৷ সেখানে থামবে ট্রেনটি৷ তারপর সেখান থেকে গাড়ি করে আপনি ঘুরে আসতেই পারেন অমৃতসরের স্বর্ণমন্দির, ওয়াঘা সীমান্ত এবং জালিয়ানওয়ালাবাগ৷ একদিন কাটিয়ে ১৮ সেপ্টেম্বর আবারও ওই গাড়ি করেই ফিরে আসুন জলন্ধরে৷ আবারও উঠে পরুন ‘অটাম ইন কাশ্মীর ভ্যালি’-তে৷ ১৯ সেপ্টেম্বর আপনি পৌঁছে যাবেন কাটরায়৷ পরেরদিনই শ্রীনগরে পৌঁছে আপনি প্রথমে যেতে পারবেন মুঘল গার্ডেনে৷ ২২ সেপ্টেম্বর গন্তব্য সোনমার্গ৷ ওইদিনে চুটিয়ে উপভোগ করুন শিকারা৷ পরেরদিন চলে যান নিশাত বাগ ও শালিমার বাগ৷ ২৪ সেপ্টেম্বর কাটারা থেকে আবারও ট্রেনটি ফিরে আসবে কেরলে৷ ডিলাক্স, কমফর্ট ও স্ট্যান্ডার্ড–এই তিন ধরনের টিকিটই মিলবে ‘অটাম ইন কাশ্মীর ভ্যালি’ ট্রেনে৷ শুধু যাওয়াই নয়, আপনি কাশ্মীরে গিয়ে কোথায় থাকবেন, খাবেনই বা কী, তারও ব্যবস্থা নিয়েও আপনার ভাবনাচিন্তার কোনও প্রয়োজন নেই৷ কারণ, থাকা, খাওয়া, ঘোরা সবই এই স্পেশ্যাল প্যাকেজের অন্তর্ভুক্ত৷ আপনি ট্রেনে কোন শ্রেণির টিকিট কাটছেন, তার উপর ভিত্তি করেই ঠিক করা হবে থাকা ও খাওয়ার বন্দোবস্ত৷

[ভাগীরথীর তীরে পর্যটনের নয়া ঠিকানা নেতাজি সুভাষ দ্বীপ]

[জলের তলায় সিনেমার নিমোকে দেখতে চান? পাড়ি জমান এই দ্বীপে]

www.irctctourism.com – এই ওয়েবসাইটে গিয়েই আপনি টিকিট বুক করতে পারবেন৷ টিকিট কাটার পর আপনি একটি কনফার্মেশন নম্বর পাবেন৷ ওই নম্বরের ভিত্তিতেই প্রয়োজনে টিকিট বাতিলও করতে পারবেন আপনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement