সুব্রত বিশ্বাস: কলকাতা থেকে উত্তরাখণ্ডে বিভিন্ন পর্যটনস্থল ঘোরানোর ব্যবস্থা করছে ভারতীয় রেল। আইআরসিটিসির (IRCTC) ব্যবস্থাপনায় আগামী ৩ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা শুরু। কোথায় কোথায় ঘোরানো হবে?
১০ রাত ১১ দিনের প্যাকেজে ঘোরানো হবে আলমোড়া, ভীমতাল, লোহাঘাট, চৌকোরি, নৈনিতাল ও টনকপুর। পূর্ণগিরি, শারদাঘাট, বালেশ্বর, মায়াবতী আশ্রম, হাটকালিকা মন্দির, পাতাল ভুবনেশ্বর, জাগেস্বর ধাম, গোলু দেবতা, নন্দাদেবী, কাইঞ্চি ধাম, কাতারমল সূর্য মন্দির, নানকমাত্তা গুরুদুয়ার, নয়নাদেবী থাকছে ভ্রমণ প্যাকেজে। কলকাতা স্টেশন থেকে রওনা দিলেও বর্ধমান, ঝাঝা, বারানৌ, হাজিপুর, গোরক্ষপুর, লখনউ থেকেও পর্যটকরা ট্রেনটিতে চড়তে পারবেন।
পর্যটকদের থ্রি টায়ার এসি কামরায় যাতায়াতের ব্যবস্থা। স্টান্ডার্ড হোটেল ও হোমস্টেতে রাত্রিবাস। এসি ও নন এসি ক্লাসে ভ্রমণস্থলে বেড়ানোর ব্যবস্থা রয়েছে। তবে খাবার সম্পূর্ণ নিরামিষ। পাঁচ লক্ষ টাকার ভ্রমণ বিমার সব সুবিধা থাকবে বলে জানান আইআরসিটিসির পূর্বাঞ্চলের জিজিএম মনোজকুমার সিং। খরচ পড়বে জন প্রতি ৩০ হাজার ৯২৫ টাকা। ডিলাক্স প্যাকেজ নিলে খরচ পড়বে ৩৮ হাজার ৫৩৫ টাকা। আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কা ও ১৫ নভেম্বর থাইল্যান্ড ভ্রমণের প্যাকেজ রয়েছে আইআরসিটিসির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.