Advertisement
Advertisement

‘ঈশ্বরের হাত’-এর উপর সময় কাটাতে চান? রইল সুলুক সন্ধান

যাবেন নাকি?

India to build 'Golden Bridge' as Vietnam
Published by: Sayani Sen
  • Posted:August 15, 2018 8:48 pm
  • Updated:August 15, 2018 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিয়েতনামের পাহাড়ি শহর ডানাং৷ এই শহরেই গাছপালা আর পাথুরে পাহাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকাণ্ড দুটি ‘ঈশ্বরের হাত’। সেই হাত ধরে রেখেছেন ধনুকের মতো বাঁকানো সোনালি রংয়ের ব্রিজ। সোনালি রঙের সেই ব্রিজে দর্শক-পর্যটকের ভিড়। ৪৯০ ফুট দীর্ঘ ভিয়েতনামের এই আশ্চর্য গোল্ডেন ব্রিজের ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। শোনা যাচ্ছে এবার নাকি ভারতেও এই ব্রিজ তৈরির ভাবনাচিন্তা চলছে৷

Advertisement
[পাঁচ-ছয় হাজার টাকা পকেটে থাকলেই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি]

১৯১৯ সালে নির্মাণ করা হয় এই ব্রিজ।ভিয়েতনামের দানাং অঞ্চলের ‘বা না হিলস’-এর উপরে ফ্রান্সের এক নির্মাণকারী সংস্থা এই অভিনব ব্রিজ তৈরি করে। পাহাড়ি রাস্তার মতো ব্রিজটিও এঁকেবেঁকে চলে গিয়েছে পাহাড়ের উপর দিয়ে। মাঝে রয়েছে দুটি পাথরের হাত। ঘন জঙ্গল ও পাহাড়ের উপরে প্রায় ৪৯০ ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এ‌ই ব্রিজটি। ওই ব্রিজ থেকে সম্পূর্ণ দানাং শহরটি দেখা যায়।  সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং দৃষ্টিনন্দন বিশাল আকারের হাতের আদলে তৈরি হওয়ায় দর্শকদের আগ্রহের কেন্দ্রে  চলে এসেছে সোনালি ব্রিজ। ওয়েডিং ফটোগ্রাফি এবং ইনস্ট্রাগ্রাম ছবির জন্য সেখানে ছুটে যান অনেকেই। পরিসংখ্যান বলছে, গত বছর সোনালি ব্রিজের আকর্ষণে ভিয়েতনামে গিয়েছিলেন ১৩ লক্ষ বিদেশি পর্যটক।  বেশিরভাগই চিনের নাগরিক ছিলেন। ২০১৭ সালে থাই পর্যটকদের সংখ্যা ছিল ৩৫ লক্ষের কাছাকাছি।

নিঝুম গঙ্গার পাড়ে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন ‘সিটি অফ লাইট’-এ

পর্যটকদের জন্য সুখবর৷ গোল্ডেন ব্রিজের পর ভিয়েতনামে শুরু হয়েছে সিলভার ব্রিজের কাজ৷ হ্যান্ড অফ গডের পর এবার হেয়ার অফ গড ব্রিজ৷ হাতের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে চুল, তার মধ্য দিয়ে তৈরি হবে এই রূপোলি সেতু৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement