Advertisement
Advertisement

দার্জিলিংয়ের কাছে এ এক অন্য স্বর্গ

পাহাড়ের কোলে ছোট্ট একটা সাজানো গ্রাম টুমলিং৷

Heaven beside Darjeeling, Tumling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 8:17 pm
  • Updated:June 11, 2018 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সারা বছরই মনোরম আবহাওয়া, শান্ত পরিবেশ আর কাঞ্চনজঙ্ঘার টানে দার্জিলিং পাড়ি দেন ভ্রমণপ্রিয় মানুষরা৷ ঘরের কাছে পাহাড়ে ঢাকা দৃষ্টিনন্দন দার্জিলিংয়ের শোভা তো অনেকবারই দেখেছেন৷ কিন্তু দার্জিলিং সফরে কী টুমলিংয়ের নামটা ছিল কখনও৷ না থাকলে এবার আর মিস করবেন না৷ কারণ এই এলাকার সৌন্দর্য চোখে না দেখলে অনেকটা দার্জিলিং দেখা কিন্তু বাকি থেকে যাবে৷

পাহাড়ের কোলে ছোট্ট একটা সাজানো গ্রাম টুমলিং৷ হিসাব মতো দেখতে গেলে নেপালের মধ্যেই পড়ে গ্রামটি৷ সাধারণত যাঁরা ট্রেকিংয়ের জন্য সান্দাকফু যান, তাঁরা এই গ্রামের মধ্যে দিয়েই যান৷ আকাশ মেঘলা না থাকলে এই এলাকা থেকে বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতাই অন্যরকম হবে৷

Advertisement

hqdefault

টুমলিংয়ের কাছেই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে গেলে এমন এক জন্তু চোখে পড়বে, যা সচরাচর দেখা যায় না৷ কী জানেন? রেড পান্ডা৷ ভাবুন তো, বাড়ির এত কাছেই পান্ডারা আপনার অপেক্ষায় বসে, আর আপনিই আসছেন না!

আরও কী দেখবেন? টুমলিং থেকে ৬ কিলোমিটার ট্রেকিং করে পৌঁছে যান ধোত্রেতে৷ অজস্র রডোডেনড্রন দিয়ে সাজানো বাগিচা আপনাকে স্বাগত জানাবে৷ শহরের প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেতে গ্রীষ্মকালই হল টুমলিং যাওয়ার আদর্শ সময়৷

kanchen_tumling

কীভাবে যাবেন
হাওড়া ও শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে৷ সেখানে নেমে গাড়ি বুক করে চলে যান মানে ভানজাং৷ সেখান থেকে একমাত্র ওল্ড ল্যান্ড রোভারে টুমলিং যাওয়া যায়৷

কোথায় থাকবেন
পর্যটকদের জন্য টুমলিংয়ে ছোটবড় প্রচুর গেস্ট হাউস রয়েছে৷ যেখানে অনায়াসে পছন্দ মতো খাবারও পেয়ে যাবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement