Advertisement
Advertisement

পাইন, ওক, রডোডেনড্রন ঘেরা শৈলশহর

গাড়োয়াল হিমালয়ের সেরা শৈল শহর হল গোয়ালদাম৷ নাগরিক স্বাচ্ছন্দ্য না থাকলেও নৈসর্গিক শোভায় অনন্য গোয়ালদাম৷ আপেল, নাশপাতির বাগান, পাইন, ওক, রডোডেনড্রনের বন ঘেরা এক ভিন্ন স্বাদের শৈলশহর হল এই গোয়ালদাম৷

Gwaldam: A Beautiful Hill Station in Uttarakhand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 4:34 pm
  • Updated:February 28, 2019 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়োয়াল হিমালয়ের সেরা শৈল শহর হল গোয়ালদাম৷ নাগরিক স্বাচ্ছন্দ্য না থাকলেও নৈসর্গিক শোভায় অনন্য গোয়ালদাম৷ আপেল, নাশপাতির বাগান, পাইন, ওক, রডোডেনড্রনের বন ঘেরা এক ভিন্ন স্বাদের শৈলশহর হল এই গোয়ালদাম৷ ১,৯৪০ মিটার উঁচুতে গোয়ালদামকে ঘিরে রয়েছে নন্দাদেবী, ত্রিশূল এবং নন্দাঘণ্টি শৃঙ্গ৷

কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—

Advertisement

হাওড়া থেকে ট্রেনে হরিদ্বার বা কাঠগোদাম পৌঁছে গাড়িতে যাওয়া যায় গোয়ালদাম৷ কাঠগোদাম থেকে গোয়ালদামের দূরত্ব ১৬০ কিলোমিটার৷ হরিদ্বার থেকে গোয়ালদামের দূরত্ব ২৬৪ কিলোমিটার৷ ছবির মতো সুন্দর সাজানো এই শৈলশহরে থাকার জন্য আছে গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগমের সুদৃশ্য বাংলো৷

goyaldam1

কী দেখবেন—

হিমালয়ের অনাবিল সৌন্দর্য্য দেখতে চলে আসুন গোয়ালদাম৷ কোলাহলহীন নিস্তব্ধ পরিবেশ গোয়ালদামকে আরও মায়াবী করে তুলেছে৷ বর্ষা এবং শীত ছাড়া যেকোনও সময়ই আসা যায় গোয়ালদাম৷ গোয়ালদাম থেকে তিন কিলোমিটার দূরে থারালি চলে আসুন৷ এখান থেকে কিছু দূরে বেনাটোলি ক্যাম্পাস রোড৷ পথে যেতে দেখা যাবে বিরাট পাথরের খণ্ড বা বোল্ডার যার স্থানীয় নাম ‘ভীম পত্থর’৷ গাড়ি যাবে বেনাটোলি পর্যন্ত৷ এরপর ট্রেক করে পৌঁছনো যায় বাধনগড়ি৷ পাহাড় দর্শনের পাশাপাশি উপরি পাওনা জাগ্রত কালীমন্দির৷

goyaldam2

বেনাটোলি থেকে হাঁটাপথে ঘুরে আসুন অগ্যয়রি মহাদেব মন্দির (৪ কিলোমিটার) এবং গোয়ালদাম নাগ মন্দির (২ কিলোমিটার)৷ গোয়ালদাম থেকে পায়ে পায়ে বেরিয়ে নিন বাগটোলির বুদ্ধমন্দির৷ ১৯৮৯ সালে নির্মিত হয়েছে গুম্ফা৷ মেঘমুক্ত দিনে এখান থেকে আকাশজোড়া নন্দাদেবী, ত্রিশূল, নন্দাঘণ্টি এবং নিচে বিস্তীর্ণ উপত্যকার দৃশ্য মনোমুগ্ধকর৷ এছাড়া দেখুন অ্যাঙ্গোরা ফার্ম, ব্রিটিশদের হাতে তৈরি মচ্ছিতাল এবং কোট ভ্রামরি মন্দির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement