Advertisement
Advertisement

Breaking News

Purulia Travel

বসন্তের মরশুমে পর্যটকদের মন ভোলাবে লাল পলাশ, পর্যটনকে ঢেলে সাজাচ্ছে পুরুলিয়া পুরসভা

পলাশের টানে বসন্তের মরশুমে লক্ষাধিক মানুষ এই জেলায় পা রাখেন।

govt include new feature to promote Purulia Tourism| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 27, 2023 4:40 pm
  • Updated:July 27, 2023 4:40 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শহর সাজাতে পলাশ রোপন করবে পুরুলিয়া পুরসভা। ১৪৭ তম জন্মদিনে বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুলিয়া পুরসভা এই উদ্যোগের কথা ঘোষণা করলো। এই কাজের মধ্য দিয়ে এই পুর শহরকে পর্যটনের চেহারা দেওয়ার পাশাপাশি পরিবেশ বান্ধবের
বার্তা দিচ্ছে।

পুরুলিয়া মানে যেমন ছৌ। এই জেলার কথা মনে করলে চোখের সামনে ভেসে ওঠে চোখ ধাঁধানো ল্যান্ডস্কেপে পর্যটন কেন্দ্র। তেমনই পুরুলিয়া মানে পলাশ। এই পলাশের টানে বসন্তের মরশুমে লাখো মানুষ এই জেলায় পা রাখেন। সেই কথা মাথায় রেখে পলাশ গাছ দিয়ে শহর সাজাতে চায় পুরুলিয়া
পুরসভা। তাই এদিন পুরুলিয়া পুরসভার ১৪৭ তম জন্মদিনে অতিথিবর্গদের পলাশ গাছের চারা দিয়ে বরণ করে নেন পুর কর্তৃপক্ষ। সেই সঙ্গে এই জন্মদিনের অনুষ্ঠান থেকেই প্রায় ২৫০ পলাশ চারা বিতরণ করা হয়। পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” পুরসভার ১৫০ বছরের প্রাক্কালে আমরা একাধিক পদক্ষেপ নেব। তা নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। এই পদক্ষেপের মধ্যে একটি অন্যতম বড় দিক হলো পলাশ গাছ দিয়ে আমাদের শহরকে সাজানো। পর্যটনের এই জেলার মুখ পুরুলিয়া শহর। তাই এই শহরকে ‘ট্যুরিস্ট লুক’ দিতে আমাদের এই উদ্যোগ। “

Advertisement

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়ংকর ট্রান্সফর্মার বিস্ফোরণ, মৃত্যু অন্তত ১৫ জনের, আহত বহু]

পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই কাজে ইতিমধ্যেই শহরের তিন শিক্ষা প্রতিষ্ঠান
জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়, নিস্তারিণী মহাবিদ্যালয় ও পুরুলিয়া বিএড কলেজ এলাকায় এই কাজ করতে পুরসভাকে সাহায্য করবে। পুরুলিয়া পুরসভা চাইছে, পলাশ গাছ রোপন করে এই শহরকে সাজানোর কাজকে গ্রীন সিটি মিশন প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়ার। যদিও এই প্রকল্পে অতীতে বেশ কিছু গাছ লাগানো হয়েছিল। কিন্তু তা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল পুরুলিয়া পুরসভাকে। পলাশ গাছ রোপণের ক্ষেত্রে যাতে সেরকম কিছু না হয় সেই কথা মাথায় রেখে এই শহরকে লাল পলাশে সাজাতে এই ভরা বর্ষার মরশুমকে বেছে নিয়েছে পুরুলিয়া পুরসভা।

[আরও পড়ুন: ‘জনসন অ্যান্ড জনসন’ পাউডার থেকে ক্যানসার! আক্রান্তকে বিরাট অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ আদালতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement