সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রের জলের পা ছুঁয়ে দোলনায় দুলতে চান? নাহ, এরজন্য লাখ লাখ খরচ করে ইন্দোনেশিয়ার বালি যাওয়ার দরকার নেই। বরং বাংলার জনপ্রিয় সমুদ্র সৈকত দিঘাতে গেলেই এবার পাবেন বালির ফিল! ভাবছেন এ আবার কেমন কাণ্ড! সত্য়ি কী? একেবারে একশো শতাংশ সত্যি।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বহুদিন থেকেই অল্প অল্প করে দিঘায় অ্য়াডভেঞ্চার স্পোর্টস শুরু হয়েছে। ওয়াটার বাইকিং, প্য়ারাগ্লাইডিং ইতিমধ্য়েই জনপ্রিয়। এবার তার সঙ্গেই তাল মিলিয়ে দিঘায় তৈরি হয়েছে জায়ান্ট সুইং। যার সাহায্যে সমুদ্রের উপরে দোল খেলে পারবেন পর্যটকরা।
সোশাল মিডিয়ার হাত ধরে বালি, ফুকেতের জায়ান্ট সুইং খুবই জনপ্রিয়। মাঝে মধ্য়েই রিলসের কল্যাণে চোখে পড়ে এই জায়ান্ট সুইংয়ের ম্যাজিক। এবার বাংলার এই জনপ্রিয় সমুদ্র সৈকতে মানুষ অনায়েসে এই দোলনা চড়তেও পারবেন, তৈরি করতে পারবেন মজার রিলস।
শুধু তাই নয়, উত্তরাখন্ডের পাহাড়েও এমন দোলনা দেখেছেন অনেকে। এবার সেই স্বাদই পাওয়া যাবে দিঘায়। ভাবছেন প্রচুর খরচা? একেবারেই নয়। মাথাপিছু ১০০ টাকা দিলেই এই রাইড চড়তে পারবেন পর্যটকরা। নিউ দিঘার ঢেউ সাগর চত্বরে সুসজ্জিত দোলনা লাগানো হচ্ছে। বেশ উঁচু স্ট্যান্ডের সঙ্গে লাগানো থাকবে সেই দোলনা। সুরক্ষার সব বন্দোবস্তও রয়েছে। ‘ঢেউ সাগর’ কর্তৃপক্ষের দাবি ‘জায়ান্ট সুইং’ নামের এই রাইড বিদেশে খুব বিখ্যাত। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও পর্যটনকেন্দ্রে তৈরি হয়েছে এমন দোলনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.