সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে রূপনারায়ণের মন ভোলানো রূপ৷ অন্যদিকে দামোদরে উচ্ছ্বাস৷ দুই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে স্রোতস্বিনী গঙ্গায়৷ সঙ্গমের এই অতুলনীয় রূপ আরও মোহময়ী হয়ে ওঠে বর্ষামধুর দিনে৷ সাক্ষী থাকে সারিবদ্ধ বাবলা, শিরিষ, আকাশমণিদের দল৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
সড়কপথে গেলে ধর্মতলা থেকে নূরপুরগামী বাস ধরতে হবে৷ সেখানে নেমে ধরতে হবে লঞ্চ৷ কোলাঘাট থেকে হলদিয়ার দিকে গাড়ি ছোটালেও মেলে গেঁয়োখালির সন্ধান৷
রেলপথে গেলে নামতে হবে বাগনান স্টেশনে৷ সেখান থেকে অটোরিক্সা ধরে গাদিয়ারা৷ গাদিয়ারা থেকে নৌকো ধরে পৌঁছান যাবে গেঁয়োখালি৷
কোথায় থাকবেন –
বেশিরভাগ লোকজন পিকনিক করতেই যান৷ তবে হাতে অবসর থাকলে গেঁয়োখালি রিসর্টে থাকতেই পারেন৷ থাকা খাওয়ার সবরকম সুবিধাই রয়েছে এখানে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.