Advertisement
Advertisement

Breaking News

পুজোয় ঘুরে আসুন ভারতের এই ‘গ্র্যান্ড ক্যানিয়ন’

বিশ্বাস হচ্ছে না! বেশ ঘুরে আসুন অন্ধ্রপ্রদেশের পেন্নারে৷

Gandikota & Belum. The road less travelled
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 5:01 pm
  • Updated:June 12, 2018 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন, একথা সবার জানা৷ কিন্তু, জানেন কী? এই ভারতেই রয়েছে ঠিক একই রকম গিরিখাত৷ যা মার্কিন মুলুকের বিখ্যাত খাতের চাইতে কোনও অংশে কম নয়৷ বিশ্বাস হচ্ছে না, বেশ ঘুরে আসুন অন্ধ্রপ্রদেশের পেন্নারে৷

gandikota_1443523618_725x725

Advertisement

কী দেখবেন –

  • পেন্নার নদীর তীরে ছোট্ট পাহাড়ি গ্রাম গান্ডিকোটা৷ গ্রানাইট, ব্যাসল্ট, কোয়ার্টজ, ডলোমাইট সমৃদ্ধ এই পাহাড় কেটে বয়ে গিয়েছে পেন্নার নদী৷ যার ফলে সৃষ্টি হয়েছে সুগভীর গিরিখাত৷ এই খাতই ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলে খ্যাত৷
  • পাশের গান্ডিকোটা ফোর্ট বলে দ্বাদশ শতকের ইতিকথা৷
  • এখানেই অবস্থিত ভারতের দ্বিতীয় দীর্ঘতম গুহা বেলুম কেভ৷ শোনা যায়, এককালে বৌদ্ধ ও জৈন সন্যাসীরা গুহার ভিতরে ধ্যান করতেন৷
  • পেন্না জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে জঙ্গলের পথ পেরিয়ে সেখানে গেলে মুগ্ধ হতে বাধ্য হবেন পর্যটকরা৷
  • মাত্র ২০ কিলোমিটার দূরে খাজুরাহোর মন্দির৷ হাতে সময় থাকলে দেখে আসতে পারেন তাও৷

1273007_10205003338914120_1613173595968194477_o

কীভাবে যাবেন –

বেঙ্গালুরু থেকে ৩৪৫ কিলোমিটার দূরে গান্ডিকোটা৷ শহর থেকে এপিএসআরটিসি’র সরাসরি বাস রয়েছে৷ চাইলে গাড়িও ভাড়া করতে পারেন৷

কোথায় থাকবেন –

এখনও থাকার তেমন ভাল ব্যবস্থা নেই গান্ডিকোটায়৷ তবে কাছের কাডাপা, কাদিরি, জাম্মালামডুগুতে হোটেল পেয়ে যাবেন৷

Kadapa_6360201824877196110

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement