সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল, যখন ভগ্ন স্বাস্থ্য উদ্ধার করতে বাঙালি ছুটে যেত শান্ত-সুন্দর গালুডিতে৷ আজ মানুষের সংখ্যা বেড়েছে৷ কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালির আজও হাওয়া বদলের টান রয়েই গেছে৷ তাই ঝাড়খণ্ডের এই পাহাড়-জঙ্গলের মিলন আজও আকর্ষণ করে বাঙালির যাযাবর মনকে৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
গাড়িতে করে গেলে ৩৩ নম্বর জাতীয় সড়ক দিয়ে খড়গপুর হয়ে পৌঁছতে হবে গালুডি৷ ট্রেনে গেলে হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে নামতে পারেন ঘাটশিলা৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে কিংবা অটো রিক্সায় চেপে পৌঁছান যায় গালুডি৷
কোথায় থাকবেন –
গালুডি ও ঘাটশিলা, দুই জায়গাতেই হোটেল, রিসর্ট যথেষ্ট পরিমানে রয়েছে৷ আগে থেকে বুকিং করে যাওয়াই ভাল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.