সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের সবখানেই এত অনাবিল প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে। সব জায়গাই মনে হয় যেন স্বর্গ সমান৷ এরকমই স্বর্গের কাছাকাছি উপত্যকা হল কারসোগ৷ হিমাচলের এক স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্র হল কারসোগ৷ আসাধারণ প্রাকৃতিক শোভামণ্ডিত কারসোগে ভ্রমণরসিকদের সংখ্যা কয়েক বছর আগেও ছিল নগন্য৷ ক্রমে বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের সংখ্যা৷
কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—
শিমলা থেকে কারসোগের দূরত্ব ১০০ কিলোমিটার৷ বাস অথবা গাড়িতে পৌঁছনো যায় কারসোগ৷ শিমলা থেকে পথশোভা এককথায় অসাধারণ৷ ধারমোর, নালদেবা, তত্তাপানি প্রভৃতি পথের ধারের শোভা এতটাই অনিন্দ্যসুন্দর, যেন মনে হয় স্বর্গীয় অনুভূতির স্পর্শ৷
কারসোগে আছে স্বল্প বাজেটের সাধারণ হোটেল৷ ১৫ কিলোমিটারে দূরে আছে চিন্ডিতে আছে রাজ্য পর্যটন দফতরের রিসর্ট৷
কী দেখবেন—
অচেনা হলেও নয়নাভিরাম সৌন্দর্যে কারসোগ এককথায় অসাধারণ৷ সুন্দরী রুইনি নদী এঁকে বেঁকে চলে গিয়েছে এই উপত্যকার বুক চিরে৷ তার চারপাশে, পাহাড়ের ধাপেধাপে খেত এবং ফলের বাগানের বুনোট৷ পাহাড়ের ধাপে কোথাও শস্যখেতের সবুজ, শ্যামলিমা তো কোথাও নানা ফুলের রঙিন বাহার, দেখলে মনে হবে যেন রঙিন গালিচা৷
কারসোগের মাহাত্ম্য শুধু তার রূপে নয়, আছে ঐতিহাসিক গুরুত্বও৷ মহাভারত এবং পুরাণের নানা কাহিনীতে জমজমাট কারসোগের পটভূমি৷ এখানে আছে পরশুরাম নির্মিত কামাখ্যা মন্দির৷ পঞ্চপাণ্ডব প্রতিষ্ঠিত মামলেশ্বর মন্দির যার মাহাত্ম্য আজও অতি গভীর৷ আর আছে অর্ধন গ্রামে অর্ধনারীশ্বর মন্দির৷ জোহর গ্রামে আছে অতি পরিচিত পঞ্চমুখী মহাদেব মন্দির৷ জনশ্রুতি, এখানেই বকরাক্ষসকে বধ করেন ভীম৷ এছাড়া কারসোগ থেকে পিরপঞ্জল, শ্রীখণ্ড, কিন্নরকৈলাস, ধৌলধার প্রভৃতি তুষারাবৃত্ত শৃঙ্গের বিস্তীর্ণ বিন্যাস এককথায় অসাধারণ৷
কারসোগ হল সেই ত্রিবেণী সঙ্গম—যেখানে প্রকৃতি, পুরাণ ও হিমালয় তিনটিকেই কাছে পাওয়া যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.