Advertisement
Advertisement

শান্ত সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে পাড়ি জমান জারোয়াদের দেশে

বর্ষায় কী কী দেখবেন এখানে?   

Embrace nature, enjoy monsoon in Andaman
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2018 6:21 pm
  • Updated:August 10, 2018 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রোজকার একঘেয়ে জীবনে হাঁফিয়ে উঠেছেন? ভাবছেন কোথাও বেড়াতে যাবেন? কিন্তু বুঝতে পারছেন না এই বর্ষাকালে কোথায় গেলে ভাল হয়? তবে আন্দামান রয়েছে আপনারই অপেক্ষায়৷ শান্ত সমুদ্র, গাছগাছালির ভিড়ে সাজানো আন্দামান আরও সবুজ হয়ে ওঠে এই সময়ে৷ এছাড়া বর্ষাকালে মূলত খুব কম সংখ্যক মানুষই পাড়ি জমান আন্দামানে৷ তাই এই সময় বিভিন্ন ভ্রমণ ও বিমান সংস্থাগুলিও ছাড় দেয়৷ হোটেলের ক্ষেত্রেও কিছুটা ছাড় পেতে পারেন আপনি৷ জারোয়াদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য, খাবারদাবার আপনাকে অভিভূত করতে বাধ্য৷ তাই আর দেরি করবেন না৷

[সবুজে হারাতে চান? আপনার জন্য রইল পাঁচ জায়গার খোঁজ]

Advertisement
[পাইন আর ধুপি গাছের জংলি পথে হারাতে পা বাড়ান লামাদের ঘর লামাহাট্টায়]

রাধানগর বিচ: আন্দামানে যাবেন আর হ্যাভলকের রাধানগর বিচে যাবেন না, তা হয় নাকি? শান্ত সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে অবশ্যই ঘুরে আসুন রাধানগর৷ এশিয়ার সেরা বিচের তকমা পেয়েছে এই রাধানগর বিচ৷ সকালটা শুরু করতেই পারেন রাধানগর সমুদ্রতটে একান্তে সময় কাটানোর মধ্য দিয়ে৷ শান্ত সমুদ্র, হালকা হাওয়া, নানা পাখির কলরবে মন ভরে যাবে আপনার৷ রাধানগর থেকে পায়ে হেঁটেই চলে যান গোবিন্দ নগরে৷ জারোয়াদের দেশে গিয়ে চেখে দেখুন বাঙালি খাবারের স্বাদ৷

ভারতপুর বিচ: সূর্যাস্ত দেখতে চাইলে আপনার ডেস্টিনেশন হবে ভারতপুর বিচ৷ বর্ষাকালে আরও সুন্দর রূপ নেয় এই বিচ৷ সূর্যাস্তের সময় আলোর ছটায় অপরূপ চেহারা নেয় সমুদ্র৷ ওই সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে রোম্যান্টিসিজম৷ আপনার হাজারও কাজের ক্লান্তি ঘুচিয়ে দিতে পারে ভারতপুর বিচ৷

[কনকনে বাতাস আর নরম আলোর সাম্রাজ্যে ভ্রমণপিপাসুদের স্বাগত জানাতে তৈরি ‘উত্তরে’]

[এক যুগ পর মুন্নারের আন্নামালাই পাহাড় রূপ নিল বেগুনি উপত্যকার, কিন্তু কেন?]

ট্রাঙ্ক রোড:  আপনি কি ট্রেকিং করতে পছন্দ করেন? পাহাড়ের আনাচকানাচ আপনাকে আকর্ষণ করে সবচেয়ে বেশি? তবে আন্দামানে গিয়ে ট্রাঙ্ক রোড ধরে হাঁটতে ভুল করবেন না৷ এশিয়ার সবচেয়ে পুরনো এই ট্রাঙ্ক রোড৷ পাহাড়ের খাঁজের দিগলিপুর গুহাও মিস করবেন না কিন্তু৷

[চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে]

বর্ষাকালীন খাবার: সাধারণত সমুদ্র লাগোয়া এলাকায় মাছ ও কাঁকড়ার হরেক রকম পদ পাওয়া যায়৷ তবে বর্ষাকালে সমুদ্রের মাছ ও কাঁকড়ার আমদানি বাড়তে থাকে৷ আপনি যদি খাদ্যরসিক হন, তবে অবশ্যই আন্দামানের নানা রেস্তরাঁয় ঢুঁ মারতে হবে আপনাকে৷ পোর্ট ব্লেয়ারের নানা রেস্তরাঁতে মূলত সমুদ্রের মাছ, কাঁকড়া পাবেন আপনি৷ এছাড়াও মিলতে পারে আম, কলা, আনারস-সহ নানা ফল৷  

      

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement