অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পুজোর (Durga Puja News) আগেই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে সিকিম। পর্যটনের মানচিত্র থেকে মুছে গিয়েছে বহু অফবিট গ্রাম। পুজোর ছুটিতে যারা সিকিম বেড়াতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন, তাঁরাও দোটানায় ভুগছেন। হাতে মাত্র আরও কয়েকটা দিন, এর মধ্যে অন্য কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলা খুব কঠিন! তাহলে কি পুজোয় এবার কলকাতায় থাকতে হবে? সেই সমস্ত পর্যটকদের জন্য স্বস্তির বার্তা দিচ্ছে সিকিম প্রশাসন।
সিকিমে আটকে থাকা পর্যটকরা রবিবার থেকে নামতে শুরু করেছে। তবে বাংলা ও সিকিমের যোগাযোগের ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ এখনও বন্ধ। শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত এই রুট ধরেই যাতায়াত করেন পর্যটকরা। সেই রাস্তা আপাতত বন্ধ। তবে সিকিমগামী অন্যান্য সমস্ত রাস্তা খোলা রয়েছে। যাওয়া যাচ্ছে গ্যাংটক অবধি। নতুন মেল্লি থেকে রংপো পর্যন্ত রাস্তা খুলেছে। ফলে পুজোয় অনায়াসে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সিকিম যেতে পারবেন পর্যটকরা। উত্তর সিকিম পৌঁছনো বেশ কষ্টকর। এখনও অনুমতিও মিলছে না। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে উত্তর সিকিমের রাস্তাও দ্রুত মেরামত করা হচ্ছে। ফেল পুজোর সময় না হলেও তার পরে পর্যটকরা যাতায়াত করতেই পারবেন।
পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ সিকিমে কোথায় কোথায় যাওয়া যেতে পারে? গ্যাংটক, লুংথাং, লিংথাম, রংপো বেড়াতে যেতেই পারেন পূর্ব সিকিমে। গ্যাংটক পর্যন্ত যেতে পারলেই বেড়ানো যায় গোটা এলাকা। পিছিয়ে নেই পশ্চিম সিকিমও। ঝলমলে আবহাওয়া, রঙিন ফুলে ঢেকে থাকা বার্সে, পেলিং এবং কালুকের মতো অফবিট এলাকাগুলিও পর্যটকদের পছন্দের তালিকায় থাকবে। দক্ষিণ সিকিমের টেমি, নামচির মতো এলাকাগুলি বেড়ানো যেতে পারে। তাহলে আর চিন্তা নেই, পুজোয়ে উত্তর সিকিম যেতে না পারলেও সিকিমের অন্যান্য প্রান্ত পর্যটকদের জন্য দরজা খুলে রাখছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.