Advertisement
Advertisement

Breaking News

Dooars

পর্যটকদের জন্য সুখবর, এবার কম খরচেই ডুয়ার্স ভ্রমণ, কীভাবে?

শুক্রবার উদ্বোধন হল এমনই বিশেষ পরিষেবার। 

Dooars tour got easy, here is the reason। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 29, 2023 8:57 pm
  • Updated:December 29, 2023 9:05 pm

অরূপ বসাক, মালবাজার: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। এবার ডুয়ার্স ভ্রমণে শেয়ার গাড়ির সুযোগ পাবেন পর্যটকরা। এতে তাঁদের খরচ অনেকটাই কমবে। ছোট গাড়ি কিংবা বড় গাড়ি শেয়ার করার সুযোগ পাওয়া যাবে সব ক্ষেত্রে। শুক্রবার উদ্বোধন হল এমনই বিশেষ পরিষেবার।   

ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছে আইএনটিটিইউসি অনুমোদিত রিজার্ভ ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন। এদিন চালসা সংলগ্ন টিয়াবন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ওই শেয়ারিং গাড়ির পরিষেবার সূচনা করা হয়। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল ডুয়ার্স। প্রতিবছর প্রচুর পর্যটক ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ঘুরতে আসেন। তবে বর্তমানে সবকিছুর দাম বেড়েছে তাই খরচ বেড়েছে পর্যটকদেরও। যেকারণে পর্যটকদের কথা মাথায় রেখে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হল। 

Advertisement

[আরও পড়ুন: জ্বলবে টানা দেড় মাস, অযোধ্যায় রথে চেপে আসছে অতিকায় গোবরের ধূপ]

এই বিষয়ে সংগঠনের সভাপতি তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়া বলেন, “আমরা চাই ডুয়ার্সে আরও বেশি পর্যটক আসুক। যে কারণে আমরা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছি। যেমন একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেট চার্ট করা হবে। যেসব পর্যটক ছোট গাড়ি, বড় গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সঙ্গে শেয়ার করতে চাইবেন, তাদের খরচ কমবে। কেননা এতে করে দুজন পর্যটকের জায়গায় চারজন যেতে পারবেন। ফলে গাড়ি ভাড়া চারজন মিলে দিবেন। টিয়াবন এলাকা থেকেই পর্যটকরা শেয়ারিং গাড়ির মাধ্যমে সেভেন পয়েন্ট, লাভা, ডেলো, গজলডোবা, জলদাপাড়া-সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন।” এদিন ফিতে কেটে ওই শেয়ারিং গাড়ির উদ্বোধন হয়।

[আরও পড়ুন: গলায় দড়ি দিয়ে ঝুলছে মেয়ে, দেখামাত্রই দেহের সামনে দাঁড়িয়ে হাতের শিরা কাটলেন মা!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement