সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট উপত্যকা৷ মাটি থেকে উচ্চতা ১১,১৮১ ফুট৷ বসন্ত সেখানে মেলে দেয় সবুজের গালিচা, আর শীত ঢেকে যায় বরফের চাদরে৷ প্রকৃতির মাঝে এভাবেই শোভা পায় উত্তরকাশীর দয়ারা বুগিয়াল৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
মুসৌরি বাইপাস রোড দিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টার ড্রাইভে পৌঁছে যাওয়া যায় বরসু গ্রামে৷ পাশের রৈথাল গ্রাম থেকেও ট্রেকিং শুরু করা যায়৷ সেখান থেকে দয়ারা বুগিয়ালের দুরত্ব ১২ কিলোমিটার৷
কোথায় থাকবেন –
হোটেল, কটেজ বা বাংলো – থাকার এমন কোনও ব্যবস্থাই নেই দয়ারা বুগিয়ালে৷ আছে প্রকৃতির খোলা আঙিনা৷ যার মাঝে তাবু খাটিয়ে থাকতে পারেন পর্যটকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.