Advertisement
Advertisement

‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’-এর থেকেও সুন্দর প্রকৃতির এই সবুজ উদ্যান!

বসন্ত এখানে মেলে দেয় সবুজের গালিচা, আর শীত ঢেকে যায় বরফের চাদরে৷

Dayara Bugyal Trek in Uttarkashi district
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 8:41 pm
  • Updated:September 13, 2016 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট উপত্যকা৷ মাটি থেকে উচ্চতা ১১,১৮১ ফুট৷ বসন্ত সেখানে মেলে দেয় সবুজের গালিচা, আর শীত ঢেকে যায় বরফের চাদরে৷ প্রকৃতির মাঝে এভাবেই শোভা পায় উত্তরকাশীর দয়ারা বুগিয়াল৷

14233200_1077666018976613_9053964808399472572_n

Advertisement

কী দেখবেন –

  • নতুন নতুন যাঁরা ট্রেকিং শুরু করেছেন তাঁদের আদর্শ ঠিকানা দয়ারা বুগিয়াল৷ অনেকে বলেন, ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’-এর থেকেও নাকি বেশি সুন্দর প্রকৃতির এই সবুজ উদ্যান৷
  • সাধারণত ৯ কিলোমিটারের এই ট্রেকিংয়ের পথ শুরু হয় বরসু গ্রাম থেকে৷ ওক-পাইনের সারির মাঝের ছোট্ট এই গ্রামের সারল্য মন জুড়িয়ে দেয় শহুরে যাযাবরদের৷
  • একদিকে উত্তরকাশী, একদিকে গঙ্গোত্রী৷ দুইয়ের মাঝে ছোট্ট নিরিবিলি উপত্যকা মন জুড়িয়ে দেয় পর্যটকদের৷
  • কাছেই বরনালা তাল৷ হিমালয়ের মিঠে রোদ্দুর লুকোচুরি খেলে যেখানে৷
  • অন্যদিকে বয়ে গিয়েছে ভাগীরথী নদী৷ যার তীরে দেবদারুর সম্ভার সাজিয়ে দণ্ডায়মান হর্শিল গ্রাম৷
  • হাতের সময় বাঁচিয়ে ঘুরে আসতে পারেন গঙ্গোত্রী মন্দির থেকেও৷

media-6428-bikat-adventures

কীভাবে যাবেন –

মুসৌরি বাইপাস রোড দিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টার ড্রাইভে পৌঁছে যাওয়া যায় বরসু গ্রামে৷ পাশের রৈথাল গ্রাম থেকেও ট্রেকিং শুরু করা যায়৷ সেখান থেকে দয়ারা বুগিয়ালের দুরত্ব ১২ কিলোমিটার৷

কোথায় থাকবেন –

হোটেল, কটেজ বা বাংলো – থাকার এমন কোনও ব্যবস্থাই নেই দয়ারা বুগিয়ালে৷ আছে প্রকৃতির খোলা আঙিনা৷ যার মাঝে তাবু খাটিয়ে থাকতে পারেন পর্যটকরা৷

untitled-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement