অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি : এতদিন অ্যাডভেঞ্চার, তুষারপাত, টাইগার হিলের নৈসর্গিক দৃশ্য, টয় ট্রেন ও মনোরম আবহাওয়ার জন্য দার্জিলিং বিশ্ব জুড়ে সমাদৃত ছিল। এবার এডুকেশনাল টুরিজম বিকাশের জন্য দার্জিলিং চিড়িয়াখানায় চালু হল ‘স্কেলিটন মিউজিয়াম’। রাজ্যে এই ধরনের মিউজিয়ামে দ্বিতীয় হল শৈলশহরের পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী ওই মিউজিয়াম উদ্বোধন করেন। বনদপ্তরের কর্তাদের দাবি, এতে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ বাড়বে। অন্যদিকে পড়ুয়া ও গবেষকরা উপকৃত হবেন। প্রসারিত হবে এডুকেশনাল ট্যুরিজম। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের ডিরেক্টর বাসবরাজ হোলেইচি বলেন, ‘‘মিউজিয়ামে বিভিন্ন পশুর কঙ্কাল রয়েছে। সেই সংক্রান্ত তথ্য রয়েছে। তাই পড়ুয়া ও গবেষকরা লাভবান হবেন।’’
রাজ্যে একমাত্র কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে স্কেলিটন মিউজিয়াম রয়েছে। দার্জিলিং চিড়িয়াখানায় দ্বিতীয় মিউজিয়াম হল। সেখানে বিভিন্ন লুপ্তপ্রায় প্রাণীর কঙ্কাল রাখা হয়েছে। এতদিন চিড়িয়াখানার একটি মিউজিয়ামে একসঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, কীটপতঙ্গের পাশাপাশি পশুদের কঙ্কাল রাখা হত। ২০১৬ সালে ওই মিউজিয়ামের উদ্বোধন হয়। এবার বিলুপ্তপ্রায় প্রাণীদের কঙ্কাল সংরক্ষণের জন্য পৃথক মিউজিয়াম হল।
জানা গিয়েছে, গন্ডার, রেড পান্ডা, স্নো লেপার্ড, গরাল, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, বনবিড়াল, স্লো লরিস, ইন্ডিয়ান রক পাইথন, ব্লু শিপ-সহ অন্য পশুর কঙ্কাল রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, ছয়-সাত মাসে যে কয়েকটি বন্যপ্রাণের কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো সংরক্ষণ করা হয়েছে। ক্রমশ কঙ্কালের সংখ্যা বাড়বে। সালের ১৪ আগস্ট হিমালয়ান প্রাণী সম্পর্কে গবেষণা ও সংরক্ষণের উদ্দেশ্যে দার্জিলিংয়ের বার্চ হিল পাড়ায় চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। দেশের একমাত্র বিশেষ চিড়িয়াখানা যা রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে, সাইবেরিয়ান টাইগার-সহ পূর্ব হিমালয়ের অন্যান্য বিপন্ন প্রাণী প্রজাতির সংরক্ষণ প্রজনন কর্মসূচিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উপরে অবস্থিত চিড়িয়াখানাটি দেশের সেরা চিড়িয়াখানাগুলির মধ্যে একটি। বিশ্বের তিনশো বৃহত্তম চিড়িয়াখানার মধ্যে ২০১৪ সালে আন্তর্জাতিক ‘আর্থস হিরোস’ পুরস্কার পেয়েছে। পদ্মজা নায়ডু হিমালয়ান চিড়িয়াখানায় তুষার চিতা, হিমালয় নেকড়ে, মেঘযুক্ত চিতাবাঘ, লাল পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হিমালয় হরিণ, লেডি অামহার্স্ট ফিজেন্টের মতো পাখির সঙ্গে সম্বর হরিণ, নীল ভেড়ার মতো বন্যপ্রাণীর রয়েছে। এবার স্কেলিটন মিউজিয়াম চালু হওয়ায় চিড়িয়াখানার আকর্ষণ বাড়ল বলেই দাবি বনকর্তাদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.