Advertisement
Advertisement

Breaking News

Darjeeling Offbeat Destination

মেঘ-পাহাড়ের লুকোচুরি, কার্শিয়াংয়ের অফবিট গন্তব্য ‘চিমনি’র হাতছানি ফেরানো দায়

শীতের পারফেক্ট ডেস্টিনেশন। কীভাবে যাবেন? জেনে নিন।

Darjeeling offbeat destination Chimney village, Bagora tour details

ছবি : ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:December 7, 2024 3:01 pm
  • Updated:December 7, 2024 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্শিয়াং তো বহুবার গিয়েছেন কিন্তু এই পাহাড়ি শহরের অনতিদূরেই রয়েছে একটুকরো স্বর্গ ‘চিমনি’। ডুয়ার্সের এই জায়গা এখনও প্রচারের আড়ালে। নৈসর্গিক দৃশ্যের অধিকারী হলেও একমাত্র সেরকম ভ্রমণপিপাসু না হলে পর্যটকরা খুব একটা ভিড় জমান না চিমনিতে। শহুরে কোলাহল থেকে দূরে থাকতে দিন কয়েক এখানে কাটিয়ে আসতে পারেন।

‘চিমনি’ হোমস্টে থেকে যে ভিউ আপনি পাবেন, প্রেমে না পড়ে তাকতে পারবেন না। পাহাড়ের কোলে অপরূপ এই গ্রামের মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক শোভার প্রেমে পড়ে যাবেন। রোজকার ব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ছুটি নিয়ে ঢুঁ মেরে আসতে পারেন এই শীতকালে। মেঘ আর পাহাড়ের লুকোচুরি মন্দ লাগবে না দেখতে। সবুজে ঘেরা হিমালয়ের কোল। দিন কয়েকের আরাম নিয়ে একেবারে সতেজ ফিরুন প্রতিদিনের জীবনে। শীতকালে এখানে একটি মূল আকর্ষণ রয়েছে। গাছে গাছে ঝুলে থাকা কমলালেবু তোলার সুযোগ পাবেন। কাছেই সিটং। সেখানকার প্রাকৃতিক দৃশ্যও অপরূপ। পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে দিন কয়েক সিটংয়ে কাটিয়ে যাওয়ার হাতছাড়া করবেন না।

Advertisement

হাতে যদি ২-৩ দিনের ছুটি থাকে, তাহলে অনায়াসে ঘুরে নিতে পারেন কার্শিয়াংয়ের চিমনি থেকে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের কোলে এমন অনেক পাহাড়ি গ্রাম রয়েছে, যা হয়ে উঠতে পারে আপনার লং উইকএন্ডের পারফেক্ট গন্তব্য। তবে, কার্শিয়াংয়ের বাগোরা অন্যদের থেকে বেশ আলাদা। বাগোরার পাশেই রয়েছে এই চিমনি গ্রাম। এখানে প্রকৃতি হাতছানি দেয়। হিমালয়ের কোলে লুকনো এক গ্রাম চিমনি। যদিও তার আগে আপনাকে পৌঁছাতে হবে বাগোরা। কার্শিয়াং থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত বাগোরা। দিলারাম হয়ে যেতে হয় বাগোরায়। পাইন এবং ওক গাছের সমাহারে ভোরের দিকে বা পড়ন্ত বিকেলের দৃশ্য মুগ্ধ করে দবে আপনাকে। কান পাতলেই শোনা যায় পাখির ডাক। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে যে কোনও পাহাড়ি গ্রামকে টেক্কা দিতে পারে চিমনি কিংবা বাগোরা। প্রায় ৭ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই জায়গাগুলো পর্যটন কেন্দ্র ঠিকই, কিন্তু বাগোরার চাইতে মূল আকর্ষণ চিমনি।

কোথায় থাকবেন এবং কী করে যাবেন?
চিমনি ভিলেজ হোমস্টেতে থাকার খরচা ভীষণই পকেট ফ্রেন্ডলি। মাথাপিছু মোটে ১৫০০ টাকা। তাও আবার প্রাতঃরাশ, সন্ধের স্ন্যাকস এবং ডিনার সব মিলিয়ে। শিলিগুড়ি কিংবা এনজেপি স্টেশন থেকে চিমনি কিংবা বাগোরা যেতে প্রাইভেট গাড়ি বুক করতে হবে। ভাড়া ৩ হাজার থেকে ৪ হাজারের মতো। কয়েক জন মিলে গেলে গ্যাঁটের কড়ি বেশি খরচ হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement