Advertisement
Advertisement

Breaking News

Christmas 2023

Christmas 2023: বড়দিনের ছুটিতে মন চাঙ্গা করার ‘টনিক’ ডুয়ার্সের ডুকা ভ্যালি, রইল সুলুক সন্ধান

উত্তরবঙ্গে বেড়ানোর দুর্দান্ত অফ বিট ঠিকানা।

Christmas 2023: To embrace nature this winter vacation visit Duka Valley | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 17, 2023 6:54 pm
  • Updated:December 17, 2023 6:54 pm  

সন্দীপ্তা ভঞ্জ: সামনেই ক্রিসমাস। এখন থেকেই অনেকে বড়দিন উদযাপনের প্ল্যানিং শুরু করে দিয়েছেন। শহরের বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু নিজের পছন্দ করা জায়গাতে বুকিং পাচ্ছেন না? দেরি করে বুকিং করার তোড়জোড় শুরু করায় ঝামেলায় পড়েছেন? এদিকে পরিবারের সবাই অন্যরকমভাবে ক্রিসমাসটা কাটাতে চাইছেন? একদম ভাববেন না! বড়দিনে বেড়ানোর অফ বিট ঠিকানা হতে পারে উত্তরবঙ্গের ডুকা ভ্যালি।

Advertisement

বাংলার পর্যটনে এখনও সেভাবে উঠে আসেনি এই ছোট্ট পাহাড়ি গ্রাম। তবে ডুয়ার্সে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটি। সপ্তাহান্তে বাইক রাইডে বেরিয়ে রাতে থেকে পিকনিক করা যায়। কালিম্পংয়ের কাছেই। আলগাড়া থেকে মোটে ১১ কিমি.। প্রকৃতির কোলে গড়ে উঠেছে ডুকা ভ্যালি হোমস্টে। এমন নির্জন, নিরিবিলি স্থানে গিয়ে দিন দুয়েক অনায়াসে কাটিয়েই আসতে পারেন। সবুজে ঘেরা চারদিক। দু দিকে চোখ গেলেই চেখে পড়বে একেকটা পাহাড়ের রেঞ্জ।

[আরও পড়ুন: র‌্যাফটিং, ক্যাম্পিং থেকে হাইকিং! উত্তরের টি টুরিজমে মজে দেশ-বিদেশের পর্যটকরা]

কীভাবে যাবেন? এনজিপি থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়। খরচ পড়বে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। ইতিমধ্যেই ক্রিসমাস এবং নিউ ইয়ারের বুকিং শুরু হয়ে গিয়েছে। লাভা হয়েও যেতে পারেন। দূরত্ব মোটে ২৪ কিলোমিটার। দিন দুয়েক থাকলে ডুকা ভ্য়ালি থেকেই ঘুরে আসতে পারেন লাভা, রিশপ, দাঁড়াগাঁও, কোলাখাম, রামধুরা, মারুনগাঁওয়ের মতো জায়গাগুলি। উল্লেখ্য, এই ডুকা ভ্যালিতে এক রাত থেকে কিন্তু সিল্ক রুটেও যেতে পারেন। খরচ কীরকম পড়বে? ডুকা ভ্যালিতে জনপ্রতি দিনে খরচ ১২০০-১৩০০ টাকা। কটেজে থাকলে খরচ ১৪০০ টাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধের স্ন্যাকস এই প্যাকেজের মধ্যেই থাকছে। চাইলে আলাদা স্ন্যাকস অর্ডার করতে পারেন। তবে এটা প্যাকেজের বাইরে পড়বে।

[আরও পড়ুন: বড়দিনের আগেই দার্জিলিংয়ের চিড়িয়াখানায় নতুন অতিথি, কার আগমন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement