Advertisement
Advertisement

Breaking News

বৈতরণি মাঝে স্বপ্নের অস্থায়ী ঠিকানা চাঁদবালি

প্রকৃতির এই আশ্রয় আরও প্রশ্রয় দেয় অচেনা মনটাকে৷

Chandbali, Bhitarkanika – 45 kms from Bhadrak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 8:36 pm
  • Updated:June 12, 2018 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈতরণি মাঝে চাঁদের আস্তানা সেখানে৷ লোকালয়ে ভিড় থেকে একটু তফাতে প্রকৃতির এই আশ্রয় আরও প্রশ্রয় দেয় অচেনা মনটাকে৷ খুলে দেয় অনাবিল আনন্দের দ্বার৷ পুরীর বদলে এবারে ছুটিতে আপনারও অস্থায়ী আস্তানা হতে পারে ওড়িশার চাঁদবালি৷

02

Advertisement

কী দেখবেন –

  • পাহাড়-নদীর সহাবস্থানে চাঁদবালির শান্ত পরিবেশ ধুয়ে মুছে দেবে আপনার সমস্ত পাওয়া-না পাওয়াগুলিকে৷
  • প্রকৃতিকারের নিখুঁত তুলির টান বৈতরণি নদী৷ যা গিয়ে মিশেছে ব্রাহ্মণি নদীতে৷
  • এক সময় প্রখ্যাত বন্দর ছিল চাঁদবালি৷ আজও খুঁজলে দেখা পাবেন ব্রিটিশ আমলের নোঙর, কামানের৷
  • তবে চাঁদবালির সবচেয়ে বড় আকর্ষণ ভিতরকণিকা বন্যপ্রাণী সংরক্ষণ৷ এটিই ভারতে একমাত্র সংরক্ষিত এলাকা যেখানে নোনাজলের কুমীর সংরক্ষণ করা হয়৷
  • কাছেই নির্জন গহরিমাথা সৈকত৷ যেখানে দেখা মেলে বিরল অলিভ রিডলে কচ্ছপদের৷
  • আর হ্যাঁ ভিতরকণিকা নদীর ম্যানগ্রোভ দেখে আসতে ভুলবেন না৷

bhitarkanika-tourism-avijit-saha-2

কীভাবে যাবেন –

চাঁদবালির কাছে কোনও রেলওয়ে স্টেশন নেই৷ যেতে হলে নামতে হবে ভদ্রক অথবা কটক রেল স্টেশনে৷ সেখান থেকে গাড়িতে করে চাঁদবালি ১০৭ কিলোমিটার৷

চাইলে বিমানপথেও যেতে যেতে পারেন৷ সেখান থেকে চাঁদবালি ১২৫ কিলোমিটার৷

4

কোথায় থাকবেন –

টুরিজম ডিপার্টমেন্টেরই ভাল থাকার জায়গা রয়েছে৷ এসি, নন-এসি ঘরও রয়েছে৷ খাবার সম্পূর্ণ ভারতীয়৷ কলকাতা থেকেই বুকিং করতে পারবেন স্বীকৃত ট্রাভেল এজেন্টের মাধ্যমে৷

94750205

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement