Advertisement
Advertisement

হিমালয়ের কোলে নিভৃত অভয়ারণ্যে

প্রায় ২৪০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই স্থান ঘুরে দেখার আদর্শ সময় অক্টোবর এবং নভেম্বর৷

Binsar, the beautiful Himalayan city
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 9:16 pm
  • Updated:October 31, 2016 10:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরাখণ্ড৷ হিমালয়ের বিশালতা, সবুজের আনাগোনা এবং নানা রংবেরঙে ফুলের মিশেলে এই রাজ্য যেন স্বর্গের কোনও অংশ৷ কিন্তু সৌন্দর্য যেমন আছে এই রাজ্যে, তেমন আছে সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছুক মানুষও রয়েছেন সমান তালে৷ আর তাই এ রাজ্যের বেশিরভাগ অঞ্চলই পরিণত হয়েছে বিখ্যাত সব ট্যুরিস্ট স্পটে৷ কয়েকদিন নিরিবিলিতে, প্রকৃতির মাঝে সময় কাটানোর শ্রেষ্ঠ জায়গা হিসাবে ভ্রমণবিলাসীরা বেছে নিচ্ছেন হিমাচলকেই৷ স্বভাবতই, ট্যুরিস্টদের আপ্যায়নে কোনও কমতি না রাখতে এই পাহাড়ি অঞ্চলগুলিকে কেন্দ্র করে ছোট ছোট শহর গড়ে উঠেছে৷ সেখানেই ভিড় জমায় ট্যুরিস্টরা৷

5315060520_a79bcec7ec_b

Advertisement

কিন্তু আর পাঁচটা ট্যুরিস্টদের সঙ্গে একই জায়গা দেখার মজা কী আর নতুন কোনও জায়গা খুঁজে পাওয়ার মধ্যে রয়েছে? এই প্রতিবেদনে উত্তরাখণ্ডের এমনই এক অঞ্চলের ঠিকানা রইল, যে অঞ্চল এখনও তথাকথিত ট্যুরিস্ট স্পট হয়ে ওঠেনি৷

জায়গাটির নাম বিনসার৷ সবুজে ঘেরা এই অঞ্চলটি সারাবছরই পরিযায়ী পাখিদের ঠিকানা৷ আশেপাশে ঘুরে দেখার মতো স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল নন্দা দেবী, নন্দা কট, চৌখাম্বা, কেদারনাথ ইত্যাদি৷ প্রায় ২৪০০ মিটার উচ্চতায় অবস্থিত এই স্থান ঘুরে দেখার আদর্শ সময় অক্টোবর এবং নভেম্বর৷

binsar-2

কুমায়ুন অঞ্চলে অবস্থিত অভয়ারণ্যে ঘেরা এই অঞ্চলটি নিরালায় তিন-চার দিন কাটিয়ে দেওয়ার জন্য শ্রেষ্ঠ৷ পাশাপাশি, সুন্দর ছবি তোলার জন্যও ঘুরে আসতে পারেন বিনসারে৷ তাহলে আর ভাবছেন কী? এই শীতে ঘুরেই আসুন না ঝান্ডি পাহাড়ের দেশে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement