Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

করমণ্ডল থেকে শিক্ষা নিয়ে স্লিপার ছেড়ে এসিতে ভিড়, পুজোয় পাহাড়ে ছুটছে বাঙালি

ষষ্ঠীর দিনের সংরক্ষিত টিকিট দেওয়া শুরু হতেই মিনিট খানেকের মধ্য়ে বহু ট্রেনের টিকিট নিঃশেষ হয়ে যায়।

Bengali people planning to go to Darjeeling during Durga Puja 2023 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 23, 2023 2:39 pm
  • Updated:June 23, 2023 2:39 pm  

সুব্রত বিশ্বাস: বাহানাগা বাজারের ট্রেন দুর্ঘটনা ও মৃত্য়ুমিছিল বদলে দিল যাত্রীদের মানসিকতা‌। সেই জন‌্যই বোধহয় এবার সংরক্ষিত স্লিপারের চেয়ে এসির টিকিটের চাহিদা বেশি!

বৃহস্পতিবারই পুজোর মরশুমের টিকিট দেওয়া শুরু করল রেল। ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিনের সংরক্ষিত টিকিট দেওয়া শুরু হতেই মিনিট খানেকের মধ্য়ে বহু ট্রেনের টিকিট নিঃশেষ হয়ে যায়।
বেশিরভাগ ট্রেনের ক্ষেত্রে আগে নিঃশেষ হয় এসির টিকিটই। পূর্ব রেলের এক রিজার্ভেশন আধিকারিকের কথায়, ‘‘আশ্চর্যে‌র বিষয় হল, এসির টিকিটের চাহিদা ছিল এদিন সবচেয়ে বেশি। বাহানাগার ট্রেন দুর্ঘটনার পর দেখা গিয়েছে, মাঝের এসির কামরাগুলি ছিল সুরক্ষিত। সামনে ও পিছনের কামরায় বহু যাত্রীর মৃত্যু হলেও এসির যাত্রীরা ছিলেন অক্ষত। মূলত কামরাগুলি মাঝামাঝি থাকায় ক্ষতি হয়েছে কম। ফলে এখন বোধহয় যাত্রীরা মনে করছেন, এসির কামরাগুলি বেশি সুরক্ষিত। তাতেই বেড়েছে চাহিদা।’’

Advertisement

[আরও পড়ুন: চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের মৃত্যুতে এখনও জারি ধোঁয়াশা, পুলিশের জালে লিভ ইন পার্টনার]

পাহাড় যে বাঙালিকে বারবার হাতছানি দেয়, তা স্পষ্ট আগামী পুজোয় ষষ্ঠীর দিনে ট্রেনগুলির টিকিট চাহিদা দেখে। উত্তরবঙ্গগামী ট্রেনের মধ্য়ে সব চেয়ে জনপ্রিয় ট্রেন দার্জিলিং মেল। ষষ্ঠীর দিনে ওই ট্রেনে এসি টু, থ্রি ও সংরক্ষিত নন-এসির সব টিকিটই সংরক্ষণ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্য়েই নিঃশেষ হয়ে যায়। সরাইঘাটে এসি থ্রি-তে ওয়েটিং লিস্ট ২৭৮, এসি টু-তে ওয়েটিং লিস্ট ৭৯, সেখানে স্লিপারে ওয়েটিং লিস্ট ১৪০ এসে ঠেকেছে। পদাতিক এক্সপ্রেসে এসি থ্রি-তে ষষ্ঠীর দিনে ওয়েটিং টিকিটের অবস্থা ২৫৫, স্লিপারের অবস্থা ২০২ ওয়েটিং। উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসি থ্রি-তে ওয়েটিং ১৪৪-এ এসে ঠেকেছে এদিন। সেখানে স্লিপার ওয়েটিং ১৬৫। সদ‌্য চালু বন্দে ভারত এক্সপ্রেস এসি চেয়ারে ষষ্ঠীর দিনে ওয়েটিং ১৮০। ফার্স্ট এসিতে ওয়েটিং ১৫। কামরূপ এক্সপ্রেসে এসি ও নন-এসি সবই ওয়েটিংয়ের দীর্ঘ তালিকায় চলে গিয়েছে মুহূর্তে।

দিল্লি হয়ে কালকা, কিংবা পাঞ্জাবের আম্বালা দিয়ে শিমলাও যাচ্ছেন বহু বাঙালি। তাই রাজধানী এক্সপ্রেস, কালকা মেল বা পূর্বা এক্সপ্রেসই ভরসা। এই ট্রেনগুলির অপেক্ষমান দীর্ঘ তালিকা হয়ে যায় টিকিট সংরক্ষিত কাউন্টার খোলার পরপরই। সেখানেও বাতানুকূল শ্রেণিতে চাহিদা বেশি। কালকা মেলে এসি থ্রি-তে ওয়েটিং ৩৩৬ যখন তখন স্লিপারে ২৫২। এদিন কাউন্টার খোলামাত্র যাতে সংরক্ষিত টিকিট পান, সেই আশায় বুধবার বিকেল থেকেই হাওড়ায় কাউন্টারের সামনে লাইন দিয়েছিলেন চন্দননগরের নরেশ কুণ্ডু। ধরেই নিয়েছিলেন কালকা মেলে টিকিট পাবেন না, তাই পাঞ্জাব মেলেই ভরসা। লাইনের তিন নম্বরে থেকে অবশ‌্য টিকিট পেলেন। তিনি জানান, শিমলা যাওয়ার জন‌্য এই পথ বেছে নিয়েছেন।

[আরও পড়ুন: জ্যোতি বসুর স্মৃতিকে সামনে রেখে কর্মীদের মনোবল বাড়ানোর উদ্যোগ, সিপিএমের প্রচারে এবার ‘ইয়ং ব্রিগেড’]

দেরাদুন হয়ে মুসৌরিতে যেতে চান বহু বাঙালি। পুজোর ভ্রমণে সেদিকেও প্রচুর চাহিদা। দুন থেকে উপাসনা এক্সপ্রেসের টিকিট চাহিদার নিরিখে সেই এসিই। ষষ্ঠীর দিনে দুনে এসি থ্রি-তে ওয়েটিং ২৫০, উপাসনা একই ক্লাসে ১৯০-তে এসে ঠেকেছে টিকিট বিক্রি শুরু হতেই। যাদবপুরের বাসিন্দা তপন চক্রবর্তী বলেন, প্রতিবার স্লিপারে গেলেও এবার ভরসা হারিয়েছি। তাই বেশি দাম হলেও এসিতেই যাত্রা করছি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement