Advertisement
Advertisement

Breaking News

এখানে পরিযায়ীদের ভিড়ে লুকোচুরি খেলে ডলফিনের দল

বৃষ্টির প্রতিটা ফোঁটা ঝাপসা প্রকৃতিতে লেপে দেয় ভালবাসার রং৷

Beloon Eco Village, Bardhaman-175 kms from Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 4:44 pm
  • Updated:March 4, 2019 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন মেঘের মুখ কালো৷ কখনও আস্তে-কখনও ঝমঝমিয়ে, বৃষ্টি লেগেই আছে৷ বৃষ্টিভেজা এই দিনে কাজে কার মন বসে! বিদ্রোহী মন হারিয়ে যেতে চায় সুদূর প্রান্তরে৷ বিদ্রোহী এই মনের তাগিদেই তৈরি বেলুন ইকো ভিলেজ৷ শহর থেকে মাত্র ১৭৫ কিলোমিটার দূরে শান্ত এই গ্রামেই ভিড় করে পরিযায়ী পাখির দল৷

beloon1

Advertisement

কী দেখবেন –

  • দিগন্ত বিস্তৃত সবুজের মেলায় ভালবেসে যখন আছড়ে পড়ে বৃষ্টির প্রতিটা ফোঁটা৷ ঝাপসা প্রকৃতিতে যেন কেউ লেপে দেয় ভালবাসার নতুন রং৷
  • পাশ দিয়ে বয়ে গিয়েছে কলকলে শিবাই নদী৷
  • কাছেই কল্যাণপুর৷ যেখানে জলে টইটম্বুর লেকে লুকোচুরি খেলে ডলফিনের দল৷
  • নিজের হাতে খেত থেকে তুলে নেবেন তাজা, শাক-সবজি৷
  • চাইলে ছিপ নিয়ে বসে যেতে পারেন শিবাইয়ের তীরেও৷ মাছ পাওয়া অবশ্য আপনার ভাগ্যের উপরেই নির্ভর করবে৷
  • পাখির দলের সঙ্গে দেখা করতে হলে চলে যেতে পারেন ছোট পুকুরে৷ যেখানে পরিযায়ীদের সঙ্গে এলাকা দখলের লড়াইয়ে ব্যস্ত মাছরাঙারা৷
  • হাতে সময় থাকলে পাশে বীরভূম জেলার শক্তিপীঠ অট্টহাস মন্দিরও দর্শন করে আসতে পারেন৷
  • মাত্র ২০ কিলোমিটার দূরে নয়াচর৷ গঙ্গার এই ছোট্ট দ্বীপটিও পাখির জন্য বিখ্যাত৷
  • আর সাহসে কুলালে ঘুরে আসতে পারেন মুশারু গ্রামে ৷ যেখানে বাস বিষধর কেউটেদের৷

30712

কোথায় থাকবেন –

  • ইকো ভিলেজের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার থাকার জায়গা৷ হোটেল নয় এখানে থাকবেন মাটির দোতলা বাড়িতে৷ যেখানে সব সুবিধাই লাক্সারি হোটেলের মতোই পাবেন পর্যটকেরা৷
  • প্রকৃতি প্রেমিকরা অবশ্য থাকতে পারেন প্রকৃতির মাঝে টেন্ট খাটিয়ে৷

3371gal1

কীভাবে যাবেন –

  • গাড়িতে করে গেলে দূর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে ৩ ঘণ্টার ড্রাইভ৷
  • ট্রেনে গেলে কাটোয়া স্টেশনে নেমে৷ গাড়ি ধরতে হবে৷

5934574940_f4d1bc6e76

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement