Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশিদের জন্য সুখবর, আরও সহজ হচ্ছে সিকিম পর্যটন

প্রশাসনের সিদ্ধান্তে খুশি পর্যটকরা৷

 Bangladeshi Tourist can enter Sikkim through Rongpo
Published by: Tanujit Das
  • Posted:December 18, 2018 9:40 pm
  • Updated:December 18, 2018 11:16 pm  

সংগ্রাম সিংহ রায়: কয়েকদিন আগেই বাংলাদেশি নাগরিকদের উপর থেকে উঠে গিয়েছে সিকিম, অরুণাচল ও লাদাখে প্রবেশের নিষেধাজ্ঞা৷ সচিত্র পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণ জমা করলেই রংপো সীমান্ত দিয়ে এবার থেকে সিকিমে প্রবেশের অনুমতি পাবেন বাংলাদেশি পর্যটকরা৷ যাতে স্বভাবতই খুশি বাংলাদেশি পর্যটকরা৷

[প্রয়াত বাবা-মার স্মৃতিতে অভিনব উদ্যোগ শিক্ষক ছেলের]

Advertisement

জানা গিয়েছে, এরপর থেকেই পর্যটকদের আসা ফোন এবং ইমেলে কার্যত নাজেহাল অবস্থা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অপারেটরদের৷ পর্যটকদের খোঁজ-খবর দিতে দিতে নাওয়া-খাওয়া ভুলেছেন প্রশাসনের কর্তারাও৷ মঙ্গলবার হিলি সীমান্ত দিয়ে এরাজ্যে প্রবেশ করেছে চার বাংলাদেশি পর্যটকের একটি দল৷ এরপর নির্ধারিত পথে রংপো দিয়ে সিকিমে প্রবেশ করবেন তারা৷ আগামী কয়েকদিন তারা ঘুরবেন গ্যাংটকে৷ উপভোগ করবে সেখানকার চাঙ্গু বাবা মন্দির থেকে শুরু করে লাচুং, লাচেন-সহ সিকিমের দর্শনীয় স্থানগুলি৷ বাংলাদেশি পর্যটকদের এই উচ্ছ্বাসকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব৷ এদিন তিনি জানান, রাজ্যের তরফে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে সিকিম ভ্রমণে বিশেষ ছাড় পান বাংলাদেশি পর্যটকরা৷ কারণ এতে দুই বাংলার মেলবন্ধন আরও সুদৃঢ় হবে৷

[ঠান্ডার হাত থেকে বাঁচতে গিয়ে বেঘোরে মৃত্যু দম্পতির, শোকের ছায়া পাণ্ডবেশ্বরে]

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানকার ব্যবসায়ী সংগঠনের সম্পাদক সম্রাট সান্যালও৷ তিনি জানান, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বেড়েছে সিকিমে৷ সম্ভবত রংপো দিয়ে সিকিমে প্রবেশের অনুমতি মেলায় আরও বেশি করে আসছেন বাংলাদেশি পর্যটকরা৷ এই উদ্যোগকে যুগান্তকারী বলে ব্যাখ্যা করেছেন সিকিম-নেপাল -ভুটান-পশ্চিমবঙ্গ পর্যটনের নীতি নির্ধারণের অন্যতম কারিগর রাজবাবু৷ তিনি জানান, বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক প্রতিবছর এরাজ্যে আসে এবং তাঁদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল সিকিম৷ সরকারের এই সিদ্ধান্ত ভারতের পর্যটন মানচিত্রে নয়া দিক উন্মোচন করবে এবং রাজস্ব আয় বাড়বে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement