Advertisement
Advertisement

প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গতূল্য এই ভয়ঙ্কর সুন্দর স্থান

যে অমোঘ টানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা৷

Avalabetta fort, One of The Most Terrifying Tourist Destinations in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 7:14 pm
  • Updated:June 12, 2018 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ঙ্কর অথচ সুন্দর৷ চুম্বকের মতো আকর্ষণ এর৷ যার টানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা৷ একবার নয় বারবার, দেখলেও আঁশ মেটে না৷ তর্কসাপেক্ষভাবে ভারতের অন্যতম ভয়ঙ্কর দর্শনীয় স্থান হয়ে উঠেছে কর্নাটকের আভালাবেট্টা দূর্গ৷

2

Advertisement

কী দেখবেন –

  • এককালে দূর্গম পাহাড়ি এলাকা হলেও চিকাবল্লাপুর বনবিভাগের দাক্ষিণ্যে ‘বাইকার্স’দের স্বর্গ হয়ে উঠেছে দাক্ষিণাত্যের এই দূর্গের পথ৷
  • বিশেষ করে বর্ষাকালে, দুই পাশে সবুজ প্রান্তরকে পিছনে ফেলে যখন দুর্নিবার গতিতে এগিয়ে চলেন বাইক আরোহীরা৷
  • পাহাড়ে ওঠার জন্য পাথরের সিড়ি রয়েছে৷ যা দিয়ে উঠতেই দেখা মিলবে লক্ষ্মী-নরসিংহ মন্দিরের৷ যেখানে প্রায়ই পূজা-বন্দনা করতে আসেন স্থানীয়রা৷
  • পাহাড়ের অন্দরেই লুকিয়ে রয়েছে আন্নাম্মাদোনাহা জলাধার৷ সৌন্দর্য ও নির্মলতার অনবদ্য মিশেল৷এলাকাবাসীদের বিশ্বাস, সন্তানসুখ থেকে যাঁরা বঞ্চিত, সেই সমস্ত এঁয়ো স্ত্রীরা এই জলাধারে স্নান করে পূজা-অর্চনা করলে সন্তান লাভ করেন৷
  • তবে দূর্গের সবচেয়ে বড় আকর্ষণ জলাধারের পাশের একটি ঝুলন্ত পাথরের চাঁই৷ যার উপরে গিয়ে দাঁড়াতে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠতে বাধ্য৷ অবশ্য উপর থেকে গ্রাম ও বনভূমির যে সৌন্দর্যের দেখা মেলে, তার জন্য এইটুকু রিস্ক নিতেই পারেন৷

1

কীভাবে যাবেন –

বেঙ্গালুরু থেকে বেল্লারি রোড ধরে যেতে হবে চিকবল্লাপুর৷ সেখান থেকে মান্ডিকাল৷ মান্ডিকাল থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত আভালাবেট্টা দূর্গ৷ সাধারণত বাইক নিয়েই এই স্থানে যেতে পছন্দ করেন পর্যটকেরা৷

কোথায় থাকবেন –

সাধারণত একবেলার জন্যই যান এখানে পর্যটকরা৷ তবে থাকতে চাইলে একমাত্র আশ্রয় বনবিভাগের বাংলোই৷ আর খাবার অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন৷

image_5693

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement