সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরতের হাওয়া গায়ে লাগতেই বাঙালির যাযাবর মনটা ফুরফুরে হয়ে ওঠে৷ থিমে ভরা পুজোর মধ্যেই বেড়ানোর প্ল্যান-প্রোগ্রামও সারা হয়ে যায়৷ সমুদ্র-জঙ্গল-পাহাড়, কোনওটাই বাদ পড়ে না ভ্রমণরসিক বাঙালির তালিকা থেকে৷ ইদানীং এই তালিকায় উপরের সারিতে উঠে এসেছে সিকিমের শান্ত পাহাড়ি এলাকা আরিতর৷
কী দেখবেন –
কীভাবে যাবেন –
আরিতর যাওয়ার সেরা উপায় বাগডোগরা বিমানবন্দর৷ সেখান থেকে গাড়ি ভাড়া করে ৪-৫ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই পাহাড়ি গ্রামে৷ যাওয়া যায় নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করেও৷
কোথায় থাকবেন –
থাকার জন্য হোটেল কিংবা রিসর্টের অভাব হবে না আরিতরে৷ তবে ১২০ বছরের পুরনো আরি-বাংলোতে থাকার সুযোগ পেলে না ছাড়াই ভাল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.