Advertisement
Advertisement

Breaking News

এক যুগ পর মুন্নারের আন্নামালাই পাহাড় রূপ নিল বেগুনি উপত্যকার, কিন্তু কেন?  

আগস্টে বেড়াতে যাওয়ার আদর্শ জায়গা মুন্নার৷

After 12 years, the famed neelakurinji flower bloom in Kerala’s Munnar hills
Published by: Sayani Sen
  • Posted:July 31, 2018 7:53 pm
  • Updated:June 7, 2019 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন এক বিরল দৃশ্য৷ যত দূর চোখ রাখবেন শুধু বেগুনি আর বেগুনি৷ হাজারও ফুলের ভিড়ে আন্নামালাই পাহাড় বেগুনি উপত্যকার রূপ নিয়েছে৷ প্রায় এক যুগ পর এমন বিরল দৃশ্যের সাক্ষী কেরলের মুন্নারবাসী৷ ঈশ্বরের নিজের দেশই ভরে উঠেছে নীলকুরিঞ্জি ফুলের রঙের ছটায়৷ চোখে না দেখলে মনে হবে কোনও শিল্পীর তুলির ছোঁয়ায় রং ফুটেছে ক্যানভাসে৷ এমন শোভা চাক্ষুষ করতে ইতিমধ্যেই মুন্নারে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের বহু পর্যটক৷

[OMG! ছিল গাধা হয়ে গেল জেব্রা, আজব কীর্তি চিড়িয়াখানায়]

Advertisement

[চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে]

এখন বন্ধ থাকলেও, আগস্টেই খুলে যাবে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দরজা৷ মুন্নার বেড়াতে যাওয়ার জন্য আদর্শ সময় আগস্ট৷ তাই সামনে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে, আপনিও পা বাড়াতে পারেন মুন্নারের পথে৷ অক্টোবর পর্যন্ত মুন্নারে থাকে নীলকুরিঞ্জি ফুলের মরশুম৷ পাহাড়ের উপর প্রায় ৩ হাজার হেক্টর জায়গা জুড়ে নীলকুরিঞ্জি ফুলের চাষ৷ ১২ বছর আগে ২০০৬ সালে এই ফুলের দেখা পেয়েছিলেন মুন্নারবাসী৷ ৩০ থেকে ৬০ সেন্টিমিটার লম্বা এই নীলকুরিঞ্জি গাছে মাত্র একবারই ফুল হয়৷ বীজ থেকে ফুল তুলতে প্রায় ১২ বছর সময় লাগে৷ নীলকুরিঞ্জি ফুলের ৪৫০ রকম প্রজাতি রয়েছে৷ তবে ভারতে ১৪৬ রকম ও কেরলে মাত্র ৪৩ রকম প্রজাতিরই ফুল দেখা পাওয়া যায়৷ ফুলের পাশাপাশি ন্যাশনাল পার্কে দেখা পাবেন নানা রকমের প্রজাপতি ও মৌমাছিরও৷ পার্কে ঢুকতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য লাগবে ১২০টাকা ও ছোটদের জন্য লাগবে মাত্র ৯০টাকা৷ ক্যামেরা নিয়ে পার্কে ঢোকার জন্য দিতে হবে আলাদা চার্জ৷   

[পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গল, দেখা যাবে খালি চোখেও!]

[মেঘলা দিনে প্রকৃতির এই রূপ পরিবর্তনের সাক্ষী হয়েছেন?]

ছবি দেখেই মুন্নারের উদ্দেশে পাড়ি দিতে ইচ্ছা করছে তো? মনে হচ্ছে ইট-কাঠ-কংক্রিটের জগত ছেড়ে বেগুনি ফুলের বাহারে হারিয়ে যেতে? তাই আর দেরি না করে গুছিয়ে নিন ব্যাগপত্র৷ পা বাড়ান মুন্নারের আনামালাই পাহাড়ের দিকে৷ চলতি বছরই হারিয়ে যান ফুলের দেশে, নইলে কিন্তু আবার ১২ বছরের অপেক্ষা৷   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement