Advertisement
Advertisement

নিজেকে ধনী মনে হবে এই সাত দেশে!

বিমানের টিকিটের টাকাটা এখন থেকেই জমাতে শুরু করে দিন আর কী৷

7 Places Where Indian Rupees Will Make You Feel Rich
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 9:38 pm
  • Updated:June 14, 2019 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরতে যাওয়া মানেই জমানো টাকার অনেকটা খরচ হয়ে যাওয়া৷ কয়েকটা দিনের আনন্দের মূল্য দিতে গিয়ে পকেট এক্কেবারে ফাঁকা হয়ে যায়৷ কিন্তু যদি উল্টোটা হয়, তাহলে কেমন হয় বলুন তো? মানে ঘুরতেও গেলেন আবার খরচও গায়ে লাগল না! রূপকথার মতো শোনাচ্ছে কি? শোনাতেই পারে৷ তবে অলীক কল্পনা করার প্রয়োজন নেই৷ এমনটা সম্ভব৷ ঘুরতে গেলে খরচ তো হবেই৷ কিন্তু তা সত্ত্বেও নিজেকে বেশ ধনী মনে হবে আপনার৷ কীভাবে? তবে পাড়ি দিন এই সাত দেশে৷ যেখানে ভারতীয় মুদ্রার মূল্য অনেক বেশি৷

১. প্যারাগুয়ে
আর্জেন্টিনা, ব্রাজিল ও বলিভিয়ার ঠিক মাঝখানে অবস্থিত এই দেশে এক টাকার দাম কত জানেন? ভারতীয় মুদ্রায় এক টাকা প্যারাগুয়ের মুদ্রায় ৭৪.২৬ গুয়ারানির সমান৷ আরও মজার ঘটনা হল, একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্যারাগুয়ে হল বিশ্বের সবচেয়ে সস্তার দেশ৷ অর্থাৎ হোটেল ভাড়া থেকে খাওয়া-দাওয়া সবই অল্প খরচে হয়ে যাবে৷ কম খরচেই ঘুরে নিতে পারবেন একটা নতুন দেশ৷

Advertisement

paraguay
২. বেলারুশ
পূর্ব ইউরোপের স্বল্প জনবসতি যুক্ত ছিমছাম সুন্দর সাজানো এই দেশ আপনাকে আকর্ষণ করবেই৷ লেক, জঙ্গল, ঐতিহ্যবাহী কাফেগুলি পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র৷ তবে আরও একটি বিশেষ কারণে ভারতীয়রা এর প্রেমে পড়তে পারেন৷ বেলারুশে টাকাকে বলে রুবল৷ ২১৬ রুবল ভারতীয় মুদ্রায় এক টাকার সমান৷ অতএব বোঝাই যাচ্ছে, দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াতে ভারতীয় পর্যটকদের মোটেই বেশি খরচ হবে না৷

Belarus
৩. কাম্বোডিয়া
ইতিহাস আর সংস্কৃতিতে ভরা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ৷ ব্যাগ গুছিয়ে এই দেশে পাড়ি দেওয়ার আগে পারলে অমিতাভ ঘোষের লেখা ‘ডান্সিং ইন কাম্বোডিয়া’ বইটা পড়ে ফেলুন৷ নিঃসন্দেহে সফরটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে৷ কাম্বোডিয়ার এক রিয়েল ভারতীয় মুদ্রায় ০.০১৫ টাকার সমান৷ এবার ধারণা করে নিন কত সস্তায় থাকা-খাওয়া-ঘোরা হয়ে যাবে!

Cambodia
৪. হাঙ্গেরি
দানিয়ুব নদীর তীরে অবস্থিত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট৷ এর সৌন্দর্য বহু যুগ ধরে পর্যটকদের আকর্ষণ করে চলেছে৷ হাঙ্গেরিতে ভারতীয় মুদ্রায় ১ টাকা ৪.২২ ফোরিন্টের সমান৷ এখানে মাত্র ৭০০ টাকাতেই আয়েশ করে থাকার মতো ভাল হোটেল জুটে যাবে৷

hungary
৫. মঙ্গোলিয়া
বলিউড ছবিতে এই স্থান সিনেমাপ্রেমীরা অনেকবারই দেখে থাকবেন৷ বরফে ঢাকা পাহাড়, আর তার সামনে খোলা মাঠ দিয়ে দৌড়চ্ছে ঘোড়া৷ এমন দৃশ্য চাক্ষুষ করতে একেবারেই বেশি খরচ হবে না৷ মাত্র ৪০০ টাকার বিনিময়েই মঙ্গোলিয়ার মিলবে হোটেলের ঘর৷ মঙ্গোলিয়ার মুদ্রাকে বলে তুগরিক৷ ২৯.৮৩ তুগরিক ভারতীয় মুদ্রায় এক টাকার সমান৷

Mongolia
৬. জিম্বাবোয়ে
এদেশের ক্রিকেটভক্তরা জিম্বাবোয়ে দেশটার সঙ্গে ভালই পরিচিত৷ হারারের স্টেডিয়ামে অনেকবারই ধোনি-রায়নাদের খেলতে দেখেছেন দর্শকরা৷ কিন্তু এটা কি জানা ছিল যে এখানেও টাকার দাম বেশি? জিম্বাবোয়ের ৫.৮৫ ডলার ভারতীয় মুদ্রায় এক টাকার সমান৷ এই দেশে থাকার খরচ যদিও খুব একটা কম নয়৷ তবে খাবার-দাবার যা সস্তা, তাতেই পুশিয়ে যাবে৷ কী ভাবছেন? এবার স্টেডিয়াম থেকে বেরিয়ে দেশটা ঘুরে দেখবেন৷

kal
৭. ভিয়েতনাম
ভূ-স্বর্গ বললে অত্যুক্তি হবে না৷ মানুষের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কোলে ক’টা দিন কাটিয়ে এলে মন ভাল হয়ে যাবে৷ এই গন্তব্য আরও মধুর হয়ে উঠবে খরচের তালিকাটা হাতে পেলে৷ ভিয়েতনামের মুদ্রাকে বলে ডং৷ ভারতীয় মুদ্রায় এক টাকা ভিয়েতনামের ৩৩৮.৩৫ ডংয়ের সমান৷ আন্দাজ করতে পারেন, থাকা-খাওয়া-ঘোরা নিয়ে কত টাকা খরচ হতে পারে? মাত্র ৭০০ টাকা! বিশ্বাস না হওয়ার মতোই৷

vietnam
বিমানের টিকিটের টাকাটা এখন থেকেই জমাতে শুরু করে দিন আর কী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement