Advertisement
Advertisement

Breaking News

Natural Wonders Of India

নিচ থেকে উপরের দিকে বহমান জলপ্রপাত থেকে চৌম্বক পর্বত, দেশের এই আশ্চর্য স্থানগুলি চেনেন?

প্রকৃতির প্যান্ডোরা বাক্সের ভারচুয়াল সফরে আপনাকে স্বাগত। বিনামূল্যে প্রবেশ করুন।

7 Natural Wonders Of India You Need To See At Least Once
Published by: Suparna Majumder
  • Posted:September 11, 2020 9:40 pm
  • Updated:September 11, 2020 9:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে বসে সারা বিশ্বের খোঁজ রাখেন। গোটা দুনিয়ার সাতটি আশ্চর্য দেখে হয়তো মুগ্ধ হয়ে যান। কিন্তু আপনার নিজের দেশেও প্রকৃতির প্যান্ডোরা বাক্সে এমন অনেক আশ্চর্য সৃষ্টি রয়েছে, যা আপনার মুগ্ধতাকে বিস্ময়তায় পরিবর্তিত করে দিতে পারে। যেমন –

দুধসাগর জলপ্রপাত, গোয়া (Dudhsagar Falls, Goa)

Advertisement

গোয়া ও কর্ণাটক সীমান্তের কাছে অবস্থিত দুধসাগর জলপ্রপাত। সবুজে ঘেরা এই দুধ সাদা জলধারা নিয়ে একটি কাহিনি প্রচলিত হয়েছে। শোনা যায়, প্রাচীনকালে এখানে এক রাজার প্রাসাদ ছিল। প্রাসাদ সংলগ্ন সরোবরে স্নান করে রাজকুমারী সোনার পাত্রে দুধ পান করতেন। একদিন স্নানরতা রাজকুমারীকে আড়াল থেকে মুগ্ধ হয়ে দেখতে থাকে এক রাজকুমার। তখন পাত্রের দুধ নিজের গায়ে ঢেলে লজ্জা নিবারণ করেছিলেন রাজকুমারী। সেই দুধের স্রোত থেকেই নাকি এই জলপ্রপাতের সৃষ্টি।

উত্তরাখণ্ডের ফুলের উপত্যকা (Valley of Flowers, Uttarakhand)

আটের দশকে এই অঞ্চলকে জাতীয় উদ্যান আখ্যা দিয়েছিল UNESCO। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে যাওয়া পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। প্রায় ৩০০ প্রজাতির ফুল ফোটে এখানে। জুলাই থেকে সেপ্টেম্বরের শুরুর সময়ের মধ্যে গেলে ভালো হয়।

হার্ট শেপড লেক, কেরল (Heart Shaped Lake, Kerala)

সমুদ্রতল থেকে প্রায় ২১০০ মিটার উপরে ওয়েল্যান্ড। তার উচ্চতম শৃঙ্গ চেম্বরা পিক। সেখানে গেলেই সন্ধান মিলবে হার্ট শেপড লেকের। সবুজের মাঝে এই লেকটি যেন প্রকৃতির চিরন্তন ভালবাসার প্রতীক।

হোগেনাক্কাল জলপ্রপাত, তামিলনাড়ু (Hogenakkal Falls, Tamil Nadu)

কর্ণাটক সীমান্তের কাছে অবস্থিত হোগেনাক্কাল জলপ্রপাতটিকে তামিলনাড়ুর সবচেয়ে সুন্দর জলপ্রপাত বলা হয়। প্রায় ২০ মিটার উচ্চতা থেকে কাবেরী নদীর সঙ্গে মিলিত হয়েছে জলপ্রপাতটি। বর্ষাকালে যেতে পারলে শোভা নৈসর্গিক।

[আরও পড়ুন: দেশে প্রথমবার আয়োজিত হচ্ছে ‘জাতীয় প্রজাপতি মাস’, কীভাবে অংশ নেবেন রঙিন ইভেন্টে?]

লিভিং রুট ব্রিজ, মেঘালয় (Living Root Bridge, Meghalaya)

শিলং থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে গেলে এই প্রাকৃতিক এই সেতুর সন্ধান পাওয়া যায়। ফাইকাস ইলাস্টিকা নামে স্থানীয় এক রাবার প্রজাতির গাছ আছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের শাখাগুলি মাটির উপরে উঠে আসে। সেই শিকড়ের সাহায্যেই তৈরি হয় এই আশ্চর্য সেতু।

চৌম্বক পর্বত, লাদাখ (Magnetic Hill, Ladakh)

লেহর কাছে অবস্থিত এই পবর্তটিকে অভিকর্ষ পর্বতও বলা হয়। পর্বতের আশেপাশের ঢাল গুলির এমন বিন্যাস যে চড়াই কে উতরাই মনে হয় আর উতরাই কে চড়াই। ফলে গাড়িগুলি যখন নিচের দিকে নামতে থাকে তখন মনে হয় যেন উপরের দিকে উঠছে।

রিভার্স জলপ্রপাত, লোনাভলা (Reverse Waterfall, Lonavala)

মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধাচারণ করে এই জলপ্রপাতটি। লোনাভলা বেড়াতে গেলে লোহাগড় দুর্গ থেকে দেখা যাবে রিভার্স জলপ্রপাতটি। যার জলের স্রোত নিচের বদলে উপরের দিকে বইতে দেখা যায়। সাধারণত বর্ষাকালে এটি বেশি হয়। কারণ? প্রচণ্ড বেগে বইতে থাকা হাওয়া।

[আরও পড়ুন: করোনাতঙ্ক কাটিয়ে পর্যটকদের জন্য দরজা খুলছে সিকিম, তবে রয়েছে একাধিক নিয়মকানুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement