Advertisement
Advertisement

দেশের এই সাত সেতু আপনাকে হাতছানি দেবেই!

শুধু কলকাতায় কেন, সারা বিশ্বে এমন অবাক করা নজর কাড়া দীর্ঘ সেতু রয়েছে৷ যা সড়ক পথে পরিবহণের উন্নতি ঘটিয়ে সড়ক পরিবহণে ভারতকে জগতসভার দ্বিতীয় স্থানে বসিয়েছে৷

7 Most Outstanding Road Bridges in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 9:10 pm
  • Updated:February 27, 2019 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা বললেই চোখের সামনে ভেসে ওঠে হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি বা বিদ্যাসাগর সেতু৷ গঙ্গার উপরে তৈরি সেতু দু’টি যেমন পর্যটকদের আকর্ষণ করে তেমনই এর মাধ্যমে উন্নত হয়ে উঠেছে শহরের যাতায়াত ব্যবস্থা৷ অনেক সহজে ও কম সময়ে এক জেলা থেকে এই সেতু মানুষকে অন্য জেলায় পৌঁছে দেয়৷ শুধু কলকাতায় কেন, সারা বিশ্বে এমন অবাক করা নজর কাড়া দীর্ঘ সেতু রয়েছে৷ যা সড়ক পথে পরিবহণের উন্নতি ঘটিয়ে সড়ক পরিবহণে ভারতকে জগতসভার দ্বিতীয় স্থানে বসিয়েছে৷ এমনই সব ব্রিজের সন্ধান রইল এই প্রতিবেদনে৷

Mahatma-Gandhi-Setu
১. মহাত্মা গান্ধী সেতু
নদীর উপর ভারতের দীর্ঘতম সড়ক ব্রিজটি গঙ্গার উপরেই অবস্থিত৷ সেতুটির দৈর্ঘ্য ৫.৫৭৫ কিমি৷ বিহারের পাটনা ও হাজিপুরকে জুড়েছে মহাত্মা গান্ধী ব্রিজ৷ বিশ্বের দীর্ঘ সিঙ্গল রিভার ব্রিজগুলির মধ্যে ভারতের এই সেতুটিও স্থান পেয়েছে৷

Advertisement

Golden_bridge
২. নর্মদা সেতু
নর্মদা নদীর বুকে এই সেতুটি গুজরাতের অন্যতম দীর্ঘ একটি সেতু৷ ব্রিজটি দেখতে অনেকটা ট্রেনের ব্রিজের মতো৷ কারণ এর চারদিকটা ঢাকা৷ আঙ্কলেশ্বরের সঙ্গে ভারুচকে যুক্ত করেছে এই সেতু৷ জনপ্রিয় এই সেতুটি গোল্ডেন ব্রিজ নামেও পরিচিত৷

Pamban-Indira-Gandhi-Setu
৩. ইন্দিরা গান্ধী সেতু
পাম্বান ব্রিজটি সমুদ্রের উপর তৈরি দেশের সবচেয়ে পুরনো ব্রিজ৷ সমুদ্রের বুকে ভারতের দ্বিতীয় দীর্ঘ সেতু দেখতে ভিড় জমান পর্যটকরা৷ রামেশ্বরম দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করে মুম্বইয়ের এই সেতু৷

Yamuna-Bridge
৪. নৈনি সেতু
এক ঝলক দেখলে বিদ্যাসাগর সেতু বলে ভুল করতে পারেন৷ কিন্তু এটি দ্বিতীয় হুগলি ব্রিজ নয়৷ নদীটি গঙ্গাও নয়৷ যমুনা নদীর বুকে গড়ে উঠেছে নৈনি ব্রিজ৷ এলাহাবাদের সঙ্গে নৈনিকে যুক্ত করে পরিবহণ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে ব্রিজটি৷

The newly built Bandra Worli Sea Link is seen in this undated handout made available June 30, 2009. Ten years and $325 million later, the ambitious sea bridge aimed at easing Mumbai's notorious traffic jams opened on Tuesday, holding out hope for harried commuters as well as investors betting on infrastructure. Only four of the bridge's eight lanes will initially be operational, underlining the many risks and pitfalls that pave such mega projects in India, where the race to build world class infrastructure has also been slowed by an economic meltdown. REUTERS/HCC/Handout (INDIA CITYSCAPE BUSINESS TRANSPORT) NO SALES. NO ARCHIVES. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS

৫. রাজীব গান্ধী সেতু
ট্রাফিক জ্যামের সমস্যা কমিয়ে মুম্বইকরদের মুখে হাসি ফুটিয়েছে এই সেতু৷ দীর্ঘ এই সেতুটি আটটি রাস্তাকে একসঙ্গে জুড়েছে৷ বান্দ্রা-ওরলি সেতুটি সমুদ্রের উপর তৈরি ভারতের সবচেয়ে বড় ব্রিজ৷ মুম্বইয়ের বিভিন্ন পর্যটন স্থানের মতো এই ব্রিজও ভ্রমণপ্রেমীদের নজর কাড়ে৷ গাড়িতে চেপে ব্রিজটি পেরনোর রোমাঞ্চ তাঁরা মিস করতে চান না৷

Brahmaputra-bridge
৬. ব্রহ্মপুত্র সেতু
দেখেই ছুটে যেতে ইচ্ছে করছে? করাটা অস্বাভাবিক নয়৷ পাহাড়ের কোল থেকে উঁকি দিচ্ছে সাদা মেঘ৷ আর তার ঠিক নিচ দিয়ে নদীর বুক চিরে গাড়ি চেপে কাজিরাঙা ন্যাশনাল পার্কের দিকে এগিয়ে যাওয়া৷ প্রকৃতিপ্রেমীদের কাছে এর চেয়ে লোভনীয় আর কী-ই হতে পারে! ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত ব্রিজটি অসমের দীর্ঘতম ব্রিজ৷

Jadukata-Bridge
৭. জাদুকাটা সেতু
বিশ্বের সবচেয়ে সুন্দর ব্রিজগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে জাদুকাটা সেতু৷ নিচে গভীর খাদ৷ সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে কোনও স্তম্ভও নেই৷ সেই কারণেই মেঘালয়ের সড়ক পথের এই সেতুটি যেমন সুন্দর, তেমনই ভয়ংকর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement