Advertisement
Advertisement

চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে

রোমাঞ্চকর ছুটি কাটাতে বেরিয়ে পড়ুন।

5 Wildlife Destinations In India
Published by: Sayani Sen
  • Posted:July 30, 2018 8:02 pm
  • Updated:July 30, 2018 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি৷ হাঁপিয়ে উঠেছেন আপনি৷ মাঝে মাঝে মন বলছে বেরিয়ে পড়ি৷ মনের ফিসফিসানিকে অগ্রাহ্য করতে পারছেন না৷ আবার ভাবছেন কোথায় যাব? পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল৷ সবুজে ঘেরা জঙ্গলের হাতছানি এড়াবে, এমন সাধ্য কতজনেরই বা আছে? আর যদি সেই জঙ্গলে দেখা পাওয়া বাঘ, সিংহ, হরিণ, রেড পান্ডা, বাইসন ও একশৃঙ্গ গন্ডারের, তবে মন্দ হয় না। তাই যদি রোমাঞ্চকর ছুটি কাটাতে চান তাহলে যেতে পারেন এই পাঁচ জায়গায়৷

জিম করবেট জাতীয় উদ্যান:  খুব কাছ থেকে বাঘ দেখতে চান? তবে আপনার ডেস্টিনেশন হতেই পারে জিম করবেট ন্যাশনাল পার্ক৷ এখানে রয়েছে টাইগার রিজার্ভ ফরেস্ট৷ সাফারির জন্য বেশ কয়েকটি জায়গাও খোলা রয়েছে৷ কপাল ভাল থাকলে বাঘের পাশাপাশি দেখা পেতে পারেন হরিণ ও ভল্লুকেরও৷  

Advertisement

কাজিরাঙা জাতীয় উদ্যান:  অসম বললে প্রথমেই মনে পড়ে যায় কাজিরাঙা জাতীয় উদ্যানের কথা৷ এখানে গেলেই আপনি দেখা পেতে পাবেন একশৃঙ্গ গন্ডার৷ ভারতে মধ্যে একমাত্র কাজিরাঙাতেই একশৃঙ্গ গন্ডারের দেখা মেলে৷ সঙ্গে রয়েছে সবুজ ও ব্রহ্মপুত্রের হাতছানি৷

গির অভয়ারণ্য: চতুর্দিকে জঙ্গল, সঙ্গে সিংহের গর্জন৷ একবার ভেবে দেখুন তো! বেশ রোমাঞ্চকর, তাই না? এই রোমাঞ্চের স্বাদ পেতে আপনি বেরিয়ে পড়তেই পারেন গুজরাটের গির অভয়ারণ্যের পথে৷ এখানে দেখা মিলবে সিংহের৷ এছাড়াও দেখতে পেতে পারেন চিতাবাঘ ও হায়না৷ নানা পরিযায়ী পাখির কলকাকলীতেও মন ভরে উঠতে পারে আপনার৷

বান্ধবগড় জাতীয় উদ্যান: বাঘ দেখার জন্য আপনি পা বাড়াতেই পারেন মধ্য ভারতের বান্ধবগড় জাতীয় উদ্যানের পথে৷ আপনার কপাল ভাল থাকলে এখানে গিয়ে দেখা পেতে পারেন সাদা বাঘের৷ ভারতের মধ্যে সবচেয়ে বেশি সাদা বাঘ দেখা যায় বান্ধবগড় জাতীয় উদ্যানে৷ এছাড়াও এখানে হরিণের দেখা মিলতে পারে৷

নগরহোল জাতীয় উদ্যান:  কংক্রিটের শহর ছেড়ে গাছগাছালি, ঝর্ণা ও নদীর মাঝে হারিয়ে যেতে চান? তবে আপনার জন্য যথার্থ ঠিকানা নগরহোল জাতীয় উদ্যান৷ বাঘের পাশাপাশি হাতি, বাইসনেরও দেখা পেতে পারেন আপনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement