সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে বেশ কয়েকদিন হল৷ শীতের আলগা পরশ শরীর আলতো করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে৷ নভেম্বরের এই আড়ম্বরেই যাযাবর মনের পালে যেন কেউ চুপিসারে বেরিয়ে পড়ার বার্তা দিয়ে গেল৷ কিন্তু যাবেন কোথায়? চলতি মাসে এই পাঁচ জায়গার কদর সবচেয়ে বেশি৷
বারাণসী – নভেম্বরে সুযোগ পেলে চলে যান ‘গঙ্গা মাইয়া’র শহরে৷ এই মাসেই সেখানে বসে শাস্ত্রীয় সঙ্গীতের জমজমাট আসর৷ আলগা শীতের পরশে সঙ্গীতের এমন মেলা আর কোথাও পাবেন না৷ আর গঙ্গারতির সুযোগ তো সারা বছরই রয়েছে৷
জয়সলমের – দিনের বেলা উষ্ণতার ছোঁয়া, আর রাতে শীতের প্রগাঢ় আলিঙ্গন৷ জয়সলমেরের এই গুণই সবচেয়ে বেশি আকর্ষণ করে পর্যটকদের৷ রাজ-রাজাদের ইতিহাস, প্রাসাদ আর ক্যামেল রাইড তো রয়েইছে, সঙ্গে রয়েছে নভেম্বর স্পেশ্যাল ডেজার্ট ফেস্টিভ্যালস৷
তরকারলি – শান্ত-সুন্দর সমুদ্রের গভীরতা, আর সাদা বালির তটভূমি৷ প্রকৃতির এই সম্ভার নিয়ে একান্তে পর্যটকদের জন্য অপেক্ষা করছে তরকারলি৷ ক্লান্ত মনের ক্ষণিকের বিশ্রামাগার মহারাষ্ট্রের এই নির্জন সমুদ্রসৈকত৷ চাইলে খাঁড়ির স্বচ্ছ জলে স্কুবা ডাইভিংও করতে পারেন৷
বুদ্ধগয়া – শান্তির খোঁজে যেতে পারেন বুদ্ধগয়াতে৷ যেখানে মহাবোধি বৃক্ষের নিচে পরমজ্ঞান লাভ করেছিলেন গৌতম বুদ্ধ৷ নভেম্বরের হাল্কা শীতের আমেজেই এখানে ভিড় করেন পর্যটকরা৷ আসেন বৌদ্ধ ভিক্ষুকরাও৷
শান্তিনিকেতন – আর একটু শীত পড়লেই আসর জমাবে বাউলের দল৷ ভিড় উপছে পড়বে শান্তিনিকেতনের আনাচে-কানাচে৷ একটু একাকিত্ব চাইলে নভেম্বরেই রাঙামাটির দেশের ঘুরে আসতে পারেন৷ জ্যোৎস্না রাতে উপভোগ করতে পারেন সোনাঝুরি, খোয়াইয়ের প্রাণখোলা রূপ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.