সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরে দু-একবার সব কাজ ভুলে কটাদিন নিজের মতো করে কাটাতে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন ভ্রমণপ্রেমীরা৷ হাতে সময় থাকলে একটু দূরে কোথাও, আর পিছুটান থাকলে তাঁদের গন্তব্য হয় কাছেপিঠে৷ আর ভ্রমণের জন্য পকেটের অনুমতির বিশেষ প্রয়োজন৷ তাই ঘুরতে যাওয়ার জন্য সারা বছর ধরে নিশ্চয়ই অল্প অল্প করে টাকা জমান৷ ঘোরা-ফেরা-থাকা-খাওয়া যদি বাজেটের মধ্যে পুশিয়ে যায়, তো কেয়া বাত৷ এই প্রতিবেদনে তাই দেশের এমন কিছু জায়গার কথা বলা হল, যা এক্কেবারে আপনার বাজেটের মধ্যে৷
কাসোল
আপনি কি প্রকৃতিপ্রেমী৷ তাহলে নিশ্চিন্তে চলে যেতে পারেন দেশের এই জায়গায়৷ হিমাচল প্রদেশের সুন্দর সাজানো গ্রাম কাসোল৷ এখানে পাহাড়ের গায়ে প্রচুর ছোট ছোট কটেজ রয়েছে৷ সেখানে অত্যন্ত কম খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে৷ প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য লোকাল বাসে ঘুরতে পারেন৷ বাসে বিশেষ ভিড় না হওয়ায় অসুবিধা হবে না৷ ফলে আলাদা করে গাড়ি বুক করার প্রয়োজন নেই৷ কম খরচের গন্তব্য হিসেবে বেশ পরিচিত কাসোল৷
পুদুচেরি
নামটা শুনে মনে হতে পারে, এটা তো কোনওভাবেই সস্তার জায়গা নয়৷ কারণ দক্ষিণ ভারতের এই জায়গায় গিয়ে অনেকেরই বাজেট ফেল করেছে৷ আপনি তাঁদের দলে পড়বেন না৷ নিঃসন্দেহে পুদুচেরিতে থাকা ও খাওয়ার দাম বেশি৷ সেক্ষেত্রে আপনি অরবিন্দ আশ্রমে থাকতে পারেন৷ থাকার খরচও যেমন কমবে, তেমন আশ্রমে নিরামিষ খাবার পাবেন একেবারে বিনামূল্যে৷ সঙ্গে যোগ শিক্ষাও পেয়ে যাবেন৷ এবার বেঁচে যাওয়া অর্থে বাকি শহরটা ঘুরে নিতে নিশ্চয়ই খুব একটা সমস্যা হবে না৷
কোদাইকানাল
তামিলনাড়ুর পাহাড়ি শহর কোদাইকানাল৷ গুগলে গিয়ে একবার এই জায়গার ছবিগুলো ঘেঁটে দেখতে পারেন৷ মনকে আটকে রাখা কঠিন হয়ে পড়বে৷ আন্দাজ করতে পারেন এখানে ফ্রায়েড চিকেনের দাম কত? মাত্র ২০ টাকা৷ ঘুরতে এসে এর চেয়ে সস্তায় খাবার কি আর পাওয়া সম্ভব? মাত্র ২০০ টাকা দিলেই পাহাড়ের কোলে নিরিবিলি শান্তিতে থাকার ঘর পেয়ে যাবেন৷ মনোরম পরিবেশে কটা দিন কাটালে শরীর ও মন দুই-ই সুস্থ হয়ে উঠবে৷
আলেপ্পি
লাক্ষাদ্বীপের বুকে এক টুকরো স্বর্গ বললে বাড়িয়ে বলা হবে না৷ একটা হাউজবোট ভাড়া করে নিয়ে আমাজনের বুক চিড়ে এগিয়ে যান৷ দু’পাশে ঘন সবুজ জঙ্গল৷ রোমাঞ্চ মেশানো স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য৷ স্থানীয় জেলেকে বললে মাত্র ১০০-২০০ টাকা দিলেই তাঁরা নিজেদের হাউজবোটে আপনাকে দীর্ঘক্ষণ ঘুরিয়ে দেবেন৷ এখানের খাওয়ার খরচও হবে আপনার বাজেটের মধ্যে৷
ইটানগর
ঘুরতে যাওয়ার জায়গাগুলোর মধ্যে থেকে কি অরুণাচল প্রদেশের নাম বাদ পড়েছে? তাহলে এখনই সেই নামটা তালিকায় যোগ করুন৷ কারণ ইটানগর না গেলে প্রকৃতির সৌন্দর্য দেখার অনেকটাই বাকি থেকে যাবে৷ রাজ্যের রাজধানীতে সস্তাতেই থাকা-খাওয়ার জায়গা খুঁজে নিতে পারবেন৷ কম খরচে ইটা দূর্গ, জওহরলাল নেহেরু জাদুঘরের মতো নাম করা জায়গাগুলো ঘুরে নিতেই পারেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.