ছবি- সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের জন্য ঘুরতে যাওয়া টনিকের মতো কাজ করে। পরিবার, অফিসের চাপ, শতব্য়স্ত শিডিউল থেকে দিন কয়েক সময় বের করে কোথাও হাওয়া বদল করে এলে যে মন ভালো থাকে এবং কাজের উদ্যম আগের থেকে আরও বেশি বেড়ে যায়, সেই পরামর্শ একাধিকবার মনোবিদরাও দিয়ে এসেছেন। আর বেড়াতে যাওয়ার আগে ট্রাভেল ডেস্টিনেশনের খুঁটিনাটি তথ্য জেনে নিয়ে প্ল্যান ছকে ফেলতে কে না চায়? কারণ সেটাই সবথেকে বুদ্ধিমানের। ২০২৪ সালে ভারতীয়রা সবথেকে বেশি কোন কোন ট্রাভেল ডেস্টিনেশনের ব্যাপারে খোঁজ নিয়েছেন গুগলে? মোস্ট সার্চের তালিকা কী বলছে? পরের বছরের জন্য ট্যুর প্ল্যান করার আগেই এবেলা জেনে নিন আপনিও।
১) পয়লা নম্বরেই রয়েছে আজারবাইজানের নাম। ২০২৪ সালে ভারতীয়দের মোস্ট সার্চড ট্রাভেল ডেস্টিনেশনে আজারবাইজান শীর্ষে। ইউরেশিয়ার ‘রাইজিং স্টার’ বলা যায় এই জায়গাকে। খুব বেশিদিন হয়নি জনপ্রিয় হয়েছে। তবে এখন কিন্তু ট্রাভেলপ্রেমীদের হট ডেস্টিনেশন আজারবাইজান। কম খরচে বিদেশে ঘোরার হাতছানি কেই বা ফেরাতে পারে?
২) মালদ্বীপের থেকেও বালি এখন দারুণ জনপ্রিয়। প্রতিবছর বহু ভারতীয় ঢুঁ মারেন ‘আইল্যান্ড অফ গড’। এবার মোস্ট সার্চের তালিকায় বালি দ্বিতীয় স্থানে। হানিমুন ডেস্টিনেশন হিসেবে বালি বর্তমান প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়।
৩) মানালি শুধু শীতকালীন ট্রাভেল ডেস্টিনেশন হিসেবেই যে সকলের মনে জায়গা করে নিয়েছে, এই ধারণা ভুল! কারণ সারাবছর মানালিতে ভিড় লেগে তাকে আজকাল। বরফের চাদরে ঢাকা হিমাচল প্রদেশের এই উপত্যকার সৌন্দর্য বিদেশকেও হার মানায়। চব্বিশের প্রিয় গন্ত্যবের তৃতীয় স্থানে রয়েছে মানালি।
৪) চতুর্থ স্থানে কাজাখস্তান। মধ্য এশিয়ার এই দেশ নিয়ে পর্যটকদের মধ্যে উন্মাদনা কোভিড পরবর্তী সময় থেকেই। অদ্ভুতভাবে ২০২৪ সালের মোস্ট সার্চড ট্রাভেল ডেস্টিনেশনের তালিকায় উঠে এসেছে এই জায়গাটি। ভারতীয়রা এখানে ঘুরতে গেলে ১৪ দিনের ফ্রি ট্রাভেল ভিসা পান।
৫) পাঁচ নম্বরে দেশের পিঙ্কসিটি জয়পুর। রাজারাজরাদের প্রাচীন দুর্গ থেকে হাওয়ামহল, সিটি প্যালেস, ইতিহাসের স্পর্শ পেতে জয়পুর একেবারে প্রযোজ্য।
৬) ষষ্ঠ স্থানে জর্জিয়া। জর্জিয়ার রঙিন রাস্তা, আঙ্গুর খেত এবং ককশাস পর্বতমালা পর্যটকদের টানে। তাছাড়া, ভারতীয় পর্যটকদের জন্য জর্জিয়ায় পৌঁছনো খুব কঠিন নয়, এবং ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ। এখানে যেতে হলে ই-ভিসা পেতে পারেন ভারতীয়রা।
৭) সপ্তম স্থানে মালয়েশিয়া। ভারতীয়দের পছন্দের অন্যতম পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন। বন্ধুদের সঙ্গে তো বটেই, পরিবার নিয়েও ঘুরে আসতে পারেন মালয়েশিয়া।
৮) ২০২৪ সালের জানুয়ারি মাসে রামমন্দিরের দ্বার খুলে যাওয়ার পর থেকেই অযোধ্যা পুণ্যার্থী তো বটেই এমনকী ট্যুর প্রেমীদের কাছেও পছন্দের হয়ে উঠেছে। রামজন্মভূমি অযোধ্যাকে ঘিরে কৌতূহলও কমন নয়।
৯) ভারতের সুইৎজারল্যান্ড অবশ্য এবার তালিকায় একটু পিছিয়ে পড়েছে। কাশ্মীর ৯ নম্বরে রয়েছে। নভেম্বর থেকে মার্চ, কাশ্মীর যাওয়ার সেরা সময়।
১০) ‘দীপুদা’ বাদে বাঙালির কাছে সমুদ্র মানেই গোয়া। ভারতীয়দের কাছেও গোয়া অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। গুগলের মোস্ট সার্চের তালিকায় দক্ষিণ গোয়া দশম স্থানে। ক্যাফে, শান্ত পরিবেশ, সুন্দর রেস্তরাঁ ও সমুদ্র উপভোগ করতে আপনিও পৌঁছে যেতে পারেন সাউথ গোয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.