সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝিরঝিরে হোক বা উতলা- এই বর্ষায় যদি গন্তব্য হয় সাগরতট?
তবে পায়ে পায়ে এগিয়ে যাওয়া যেতেই পারে ওড়িশার দিকে।
ওড়িশার সাগরতট মানে কিন্তু শুধুই পুরী নয়। তার বাইরেও সাগরের জল ছুঁয়ে ওড়িশার প্রকৃতি আয়োজন করেছে একের পর এক নয়নমনোহর তটের। তাদের মধ্যে থেকে সেরা ১০টি তটের হদিশ রইল আপনার জন্য।
• ঋষিকুল্যা:
গঞ্জাম জেলার চিলিকায় ঋষিকুল্যা সাগরতট এখনও পর্যন্ত তেমন জনপ্রিয়তা পায়নি। সেই জন্যই আপনার গন্তব্য হতে পারে ঋষিকুল্যা। সোনালি বালি আর নীল জলের যুগলবন্দিতে, সাগরতটে ঘুরে বেড়ানো কাছিমদের সঙ্গে খুব অন্যরকম এক ছুটি আপনার প্রাপ্য হবে এখানে।
• অস্তরাঙা:
পুরী থেকে ৯১ কিলোমিটার দূরের এই সাগরতট প্রসিদ্ধ তার সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের জন্য। এখানে একবার এসে দেখুনই না, আকাশের ক্যানভাসে কত রঙের প্রলেপ ছড়িয়ে দেয় অস্তে বসা সূর্য।
• চাঁদিপুর:
বালেশ্বরের চাঁদিপুরে এলে আপনি বুঝতে পারবেন, সমুদ্র কী ভাবে লুকোচুরি খেলে! চাঁদিপুরে এলে দেখবেন, এই আপনার পা ছুঁয়ে গেল সমুদ্রের জল! আবার, ঠিক পরের মুহূর্তেই সে মিলিয়ে গেল দেখতে দেখতে। আপনি যখন হতবাক এবং বিস্ময়াহত সমুদ্রের এই মুখ লুকিয়ে নেওয়ায়, ঠিক তখনই আবার ফিরেও আসবে জলধারা।
• রামচণ্ডী:
কোনারকের কাছে এই সমুদ্রতট খুব শান্ত। কুশভদ্রা নদীর উপস্থিতিতে, ছিমছাম, শান্ত এক বালুকাবেলায় জীবনের মানে খুঁজে নিতে চাইলে এর চেয়ে ভাল গন্তব্য আর হতে পারে না।
• ভিতরকণিকা:
জলের গান আর নীলের পরশ- এই দুই আপনার জন্য অপেক্ষা করছে কেন্দ্রাপাড়ার ভিতরকণিকা সাগরতটে। সঙ্গে রয়েছে সবুজের সমারোহ। আর কী চাই?
• গোপালপুর:
গোপালপুর তুলনামূলক ভাবে ওড়িশার সাগরতটের মধ্যে চেনা-জানা। প্রকৃতির অকৃপণ দাক্ষিণ্য উপভোগ করতে চাইলে, সঙ্গে ফিরে পেতে চাইলে ব্রিটিশ জমানার স্বাদ, আপনার গন্তব্য হবে গোপালপুর অন সী!
• পারাদ্বীপ:
রুক্ষ পাথরে আছড়ে পড়া সুনীল জলরাশি, মাথার উপরে আকাশের সামিয়ানা আর নিচে আপনি- এই পুরোটা মিলিয়ে পারাদ্বীপের সাগরতট। মহানদীর সঙ্গমে এই সাগরতট সর্বদাই উতলা, যা সামুদ্রিক অনুরণনে ভরে তুলবে আপনার ছুটি।
• বালেশ্বর:
বালেশ্বরের সাগরতট খুবই শান্ত। শান্ত এখানে সমুদ্রের জলধারাও। তাতে কী! কর্মব্যস্ততা আর ভিড় তো আপনাকে সারা বছর ছাড়তে চায় না। তাই নিভৃতির খোঁজে এর চেয়ে ভাল সাগরতট খুঁজে পাওয়া ভার হবে! বিশ্বাস না হলে একবার গিয়েই দেখুন!
• বালিঘাই:
সাগরবেলা যদি ঝিনুক খোঁজারই ছল হয়, তবে বালিঘাই সাগরতটের চেয়ে ভাল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইতিউতি ছড়িয়ে থাকা অজস্র ঝিনুক কুড়িয়ে সুন্দর সময় কাটবে এখানে।
• পুরী:
ওড়িশার সাগরতটের তালিকায় পুরীকে না রাখলে অন্যায় হবে। হ্যাঁ, ভিড় আছে, কিন্তু তার সঙ্গেই রয়েছে এক অমোঘ মায়াও! যার টানে পুরী কখনই পুরনো হয় না। তাছাড়া সাগরতট ভ্রমণের সঙ্গে দারুব্রহ্মের দর্শন পুরী ছাড়া আর কোথায়ই বা সম্ভব!
এবার শুধু আপনার গন্তব্য নির্বাচনের পালা!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.