Advertisement
Advertisement
cheap wi-fi service

সস্তায় ওয়াই-ফাই পরিষেবার পক্ষে ‘ট্রাই’

পাবলিক প্লেসে আরও বেশি সংখ্যক ওয়াই-ফাই ও মোবাইল হটস্পট বসানোর সুপারিশ ট্রাই-এর৷

TRAI suggested cheap wi-fi service at public place
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 6:04 pm
  • Updated:March 29, 2019 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি প্রান্তে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার সুলভ মাধ্যম হয়ে উঠতে পারে ওয়াই-ফাই৷ এমনটাই পর্যবেক্ষণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর৷ দেশের কোণে কোণে সস্তায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে পাবলিক প্লেসে আরও বেশি সংখ্যক ওয়াই-ফাই ও মোবাইল হটস্পট বসানোর সুপারিশ ট্রাই-এর৷

এর আরও একটা সুবিধা হল, যে সমস্ত টেলিকম অপারেটর সংস্থার বিরুদ্ধে স্লো-ব্রডব্যান্ড স্পিড সরবরাহের অভিযোগ রয়েছে, তাদের উপর গ্রাহকদের নির্ভরশীলতা কমবে৷

Advertisement

(WhatsApp নিয়ে এক ডজন অজানা অথচ মজাদার তথ্য!)

ট্রাই-এর নয়া সুপারিশে দেশের প্রতিটি বড় শহরে, এমনকী, গ্রামেও ওয়াই-ফাই গ্রিড বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে৷ পাশাপাশি টেলিকম অপারেটর সংস্থাগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর কথা বলা হয়েছে৷ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে কেবল লাইন পাতা কষ্টসাধ্য, সেখানেও ওয়াই-ফাই বৈপ্লবিক উন্নয়ন ঘটাতে পারে বলে পর্যবেক্ষণ ট্রাই-এর৷

ট্রাই-এর বক্তব্য, টু-জি, থ্রি-জি বা ফোর-জি মোবাইল নেটওয়ার্কে ২৩ পয়সার তুলনায় ওয়াই-ফাইয়ে প্রতি এমবি ইন্টারনেট অ্যাকসেসে খরচ পড়ে মাত্র ২ পয়সা৷ ট্রাই আরও জানিয়েছে, টু-জি, থ্রি-জি বা ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটয়ার্ক স্থাপনের খরচের চেয়ে ওয়াই-ফাই পরিকাঠামো স্থাপন করা সহজ ও সস্তা৷

ট্রাই-এর পর্যবেক্ষণ, ওয়াই-ফাইয়ের মাধ্যমে মোবাইল ইন্টারনেটের চেয়ে সস্তায় ও দ্রুত ইন্টারনেট সার্ফিং ও ডাউনলোড করা যায়৷ ভবিষ্যতে সস্তায় বেশি পরিমাণ ডেটা সার্ফিংয়ের জন্য ভারতীয় মোবাইল ইউজারদের প্রথম পছন্দ হবে ওয়াই-ফাই, অনুমান ট্রাই-এর৷

(এত সস্তায় 4G স্মার্টফোন!)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement