Advertisement
Advertisement

ফাঁস নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ‘ফার্স্ট লুক’!

কেমন দেখতে নতুন ফোনটি?

This may be Nokia's first smartphone in more than a year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 7:42 pm
  • Updated:June 11, 2018 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া স্মার্টফোন বাজারে আনার দৌড়ে স্যামসাং, অ্যাপল, মাইক্রোম্যাক্সের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে নোকিয়া৷ তাদের শেষ নতুন ফোন আত্মপ্রকাশ করেছিল ২০১৪ সালে, লুমিয়া ৮৩০ মডেল৷ তারপর ফিনল্যান্ডের সংস্থাটির সঙ্গে মাইক্রোসফটের গাঁটছড়া ভেঙে যায় ও ২০১৫ সালের নভেম্বরে মামুলি একটি ফিচার ফোন, নোকিয়া ২৩০ ডুয়াল সিম বাজারে আসে৷ তারপর থেকে চলতি বছরের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত কোনও নতুন ফোন বাজারে আনতে পারেনি সংস্থাটি৷

তবে অনুরাগীদের আশার আলো দেখিয়েছিলেন নোকিয়া টেকনোলজির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রামজি হাইদামুস৷ দ্য ভার্জকে জানিয়েছিলেন, স্মার্টফোনের বাজারে ফের পা রাখবে নোকিয়া৷ সংস্থার সিইও রাজীব সুরিও ওই একই মত ব্যক্ত করে জানিয়েছিলেন, অন্য কোনও সংস্থার উৎপাদিত ফোনে নোকিয়ার ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হতে পারে৷ নেক্সাসের ক্ষেত্রে ঠিক যেমনটা করে গুগল৷

Advertisement

এবার নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফার্স্ট লুক ফাঁস হয়ে গেল টুইটারে৷ একটি রুশ ওয়েবসাইটের টুইটে নোকিয়ার লোগো-সহ একটি ফোন দেখা যাচ্ছে৷ অনেকেই দাবি করছেন, এটাই হতে পারে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড পাওয়ার্ড স্মার্টফোন৷ ইনফোকাস বা শার্প- কোনও একটি সংস্থা এই ফোনটি তৈরি করেছে সম্ভবত৷ শার্প অ্যাকোজ পি ১ মডেলের সঙ্গে এই মডেলটির বেশ মিল রয়েছে৷ পাশাপাশি এটি আদৌ নোকিয়ার ফোন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে!

কিন্তু ভুললে চলবে না, শার্প সংস্থাটি সম্প্রতি অধিগ্রহণ করেছে ফক্সকন৷ এই ফক্সকনই নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি বাজারে আনতে পারে বলে গুজব নেট-দুনিয়ায়৷ ফক্সকনের এই মডেলটিই ভবিষ্যতে নোকিয়ার ট্যাগ-সহ ভারতীয় উপমহাদেশে বিক্রি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কারণ, ফিচারের দিক থেকে তাদের নয়া মডেলটি বাস্তবেই কিলার স্মার্টফোন! তাইওয়ানের বাজারে ৫.৩ ইঞ্চির IGZO ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ সিপিইউ পাওয়ার্ড বাই ৩ জিবি র‍্যামের শার্প অ্যাকোজ পি ১ মাত্র ৪৮ ঘণ্টা আগেই মুক্তি পেয়েছে৷ ওই ফোনে রয়েছে ২২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও IP58 ওয়াটারপ্রুফ ক্যাপাবিলিটি৷

এখন ঘটনা হল, প্রতিযোগিতায় না থাকলেও নোকিয়ার বেশ কিছু বিশ্বস্ত গ্রাহক রয়েছে৷ কিন্তু অ্যান্ড্রয়েড পাওয়ার্ড স্মার্টফোন না পেয়ে অন্য কোনও ব্র্যান্ডের দিকে ঝুঁকেছেন৷ নোকিয়ার ব্র্যান্ড-নেম কাজে লাগাতে ব্যর্থ মাইক্রসফট৷ অ্যান্ড্রয়েড ও আইওএস-এর সঙ্গে টক্করে পিছিয়ে পড়ে উইন্ডোজ৷ এবার কি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের বাজারে রাজত্ব করতে পারবে নোকিয়া? উত্তর মিলতে পারে এবছরের শেষেই!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement