Advertisement
Advertisement

Breaking News

বিয়ের জন্য কেমন পুরুষ পছন্দ করেন আজকের নারীরা?

যুগ পাল্টাচ্ছে! আজকের দিনের মহিলারা আর বাড়িতে এমন কথা শুনে বড় হন না যে, তাঁদের জন্মই হয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য৷ স্বামীর ঘরই তাঁদের নিজের ঘর কিংবা পুরুষরাই কেবল যোগ্য স্ত্রী নির্বাচন করতে পারেন- এমন কথা আজকের দিনে শুধু পুরনোই নয়, যথেষ্ট অপ্রাসঙ্গিকও৷

Things women look for in a man before they enter wedlock
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 10:30 pm
  • Updated:March 1, 2019 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগ পাল্টাচ্ছে! আজকের দিনের মহিলারা আর বাড়িতে এমন কথা শুনে বড় হন না যে, তাঁদের জন্মই হয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য৷ স্বামীর ঘরই তাঁদের নিজের ঘর কিংবা পুরুষরাই কেবল যোগ্য স্ত্রী নির্বাচন করতে পারেন- এমন কথা আজকের দিনে শুধু পুরনোই নয়, যথেষ্ট অপ্রাসঙ্গিকও৷
সমাজব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মহিলাদের শিক্ষা এবং ভাবনাচিন্তায় যে পরিবর্তন এসেছে, তা তাঁদের নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করার স্বাধিকার দিয়েছে৷ তাই আজকের নারী বিয়ের জন্য নিজের কেমন পুরুষ পছন্দ তা খোলাখুলি জানাতে পারেন৷
পেশায় ইঞ্জিনিয়ার পায়েল জানিয়েছেন, “এমন কারও সঙ্গেই জীবন কাটাতে চাই যিনি একজন মহিলার আনকনভেনশনাল ভাবমূর্তিকে মেনে নিতে পারবেন৷ একজন মহিলা অফিসে যান, পার্টি করেন, বেলা অবধি ঘুমোতে পছন্দ করেন- এমন ধরনের অভ্যেস যদি কোনও পুরুষ মেনে নেন তবে তিনি আমায় বিয়ে করতে পারেন৷”
পায়েলের মতো আধুনিক ভারতীয় মহিলাদের মধ্যে একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, এই আধুনিক নারীরা বিশেষ কিছু গুণ খোঁজেন ভালবাসার মানুষের মধ্যে৷ সেই গুণগুলি থাকলেই তাঁদের বিয়ের ক্ষেত্রে বিশেষ কোনও আপত্তি থাকে না৷
পুরুষের সেই বিশেষ গুণের কথাই রইল এই প্রতিবেদনে৷

 

Advertisement

couple2১. আত্মবিশ্বাস
আত্মবিশ্বাসী পুরুষরা সহজেই মহিলাদের মন জয় করতে পারেন৷ যে পুরুষ নিজেকে বিশ্বাস করেন, তাঁদেরকে নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল বলে মনে করেন মহিলারা৷ তাই বিয়ের জন্য আত্মবিশ্বাসী পুরুষই তাঁদের প্রথম পছন্দ৷

২. লিঙ্গভেদ না করে মানুষকে সম্মান
ব্যক্তি হিসাবে একজন মহিলাকে কোনও পুরুষ ঠিক কতটা সম্মান করেন, তা আধুনিক মহিলারা বিশেষভাবে লক্ষ্য করেন একজন পুরুষের মধ্যে৷ একজন পুরুষ একজন নারীকে একজন মানুষ হিসাবে সম্মান করেন কি না, তা খতিয়ে দেখা তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷

৩. আর্থিক নিরাপত্তা
একজন মহিলা নিজে যতই আর্থিকভাবে স্বাধীন হোন না কেন, লক্ষ্যহীন, কুঁড়ে পুরুষ তাঁরা কখনই পছন্দ করেন না| তাই যে পুরুষ নারীকে আর্থিক নিরাপত্তা প্রদান করতে অক্ষম, তেমন পুরুষ মহিলাদের নাপসন্দ৷ আধুনিক নারীর মন পেতে গেলে নিজের কেরিয়ারে উন্নতি করা বাধ্যতামূলক৷

৪. রূপ
আগেকার দিনে বিবাহযোগ্য পুরুষকে নিয়ে একটি কথা প্রচলিত ছিল৷ “সোনার আংটি বাঁকা হলেও তার মান কমে না৷” অর্থাৎ নারীর মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যে কোনও খামতি আছে কিনা তা খুঁটিয়ে দেখা হলেও, পুরুষের রূপ নিয়ে কোনও মন্দ কথা বলা হত না৷ কিন্তু আজকের আধুনিক মহিলার কাছে পুরুষের চেহারা এবং সৌন্দর্য গুরুত্বপূর্ণ৷ তাই পার্টনার নির্বাচনের ক্ষেত্রে তাঁরা পুরুষের রূপের দিকেও অবশ্যই নজর দেন৷

৫. রসবোধ এবং সামাজিকতা
একজন মানুষ সকলের সঙ্গে মিশতে পারেন কিনা, বন্ধুমহলে হাসিঠাট্টা করেন কিনা, নিজে হাসতে এবং অন্যকে হাসাতে পছন্দ করেন কি না- সেই বিষয়গুলি আজকের নারীর কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ যে পুরুষের রসবোধের অভাব রয়েছে এবং যিনি সামাজিক নন, তাঁদের আজকের নারী মোটেই নিজের স্বামী হিসাবে মেনে নিতে পছন্দ করবেন না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement